কন্যাশ্রী, শিক্ষাশ্রী-র পর এবার যোগ্যশ্রী প্রকল্প চালু করল পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজের X-handle (ট্যুইটার)-এ (https://x.com/Mama।taOfficial/status/1800472540550508975?t=Cj4atMyWiX0J6JTrXBQcIw&s=08) রাজ্যবাসীকে এই তথ্য জানিয়েছেন। এই স্কিমের আওতায় SC/ST/OBC জাতিভুক্ত প্রার্থীরা বিনামূল্যে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ বিনামূল্যে পাবে।
এর আগে শুধুমাত্র SC এবং ST শ্রেণিভুক্ত ছাত্রছাত্রীরা এই সুযোগ পেতেন। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী SC এবং ST শ্রেণিভুক্ত ছাত্রছাত্রীদের পাশাপাশি OBC এবং সাধারণ (General) শ্রেণিভুক্ত ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণের সুযোগ পাবে। আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীদেরকে সুযোগ দেওয়ার জন্যই সরকারের এই সিদ্ধান্ত। এর জন্য রাজ্যে প্রায় ৫০টি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছে রাজ্য সরকার। একজনরে দেখে নেওয়া যাক, কোন কোন ডকুমেন্ট প্রয়োজন এই প্রশিক্ষণের সুবিধা পাওয়ার জন্য—
১. প্রার্থীর আধার কার্ড
২. পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
৩. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
৪. প্যান কার্ড
৫. আয়ের প্রমাণপত্র
৬. রেজিস্টার্ড মোবাইল নম্বর।
চোখ রাখুন এই ওয়েবসাইটে- https://www.anagrasarkalyan.gov.in
1 thought on “সরকারি চাকরির পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার”