আর মাত্র একটা ধাপ। রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দল। এর আগে দু’বার ফাইনালে উঠেও হারের তিক্ত স্বাদ পেয়েছিলেন ঝুলন গোস্বামীরা। ঠিক দুই বছর আগেই তীরে এসে তরী ডুবেছিল রোহিত শর্মাদের পুরুষ দল।
তাই এবার হরমনপ্রীত কউরদের সামনে শুধু ইতিহাস গড়ার সুযোগ নয়, বরং পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের থেকেও বেশি পুরস্কারমূল্য জেতার সম্ভাবনাও রয়েছে।
ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা
রবিবার নবি মুম্বইয়ের মাঠে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই এবার প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে। যে দল চ্যাম্পিয়ন হবে, তারা পাবে ৩৭.৩ কোটি টাকা পুরস্কার। অন্যদিকে রানার্স দল পাবে ২০ কোটি টাকা। ২০২২ সালের তুলনায় এবারের পুরস্কারমূল্য বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ। গতবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১১ কোটি টাকা, আর রানার্স ইংল্যান্ড পেয়েছিল ৫ কোটি টাকা।
এবারে রেকর্ড পরিমাণ পুরস্কার
মোট পুরস্কারমূল্য এবার দাঁড়িয়েছে ১১৬ কোটি টাকা। প্রতিটি অংশগ্রহণকারী দলই পাবে ২ কোটি টাকা করে। সপ্তম স্থানে থাকা বাংলাদেশ ও অষ্টম স্থানে থাকা পাকিস্তান পাবে ২.৩ কোটি টাকা। পঞ্চমে থাকা শ্রীলঙ্কা ও ষষ্ঠে থাকা নিউজিল্যান্ডের জন্য নির্ধারিত হয়েছে ৫.৮ কোটি টাকা করে। এছাড়া গ্রুপ স্টেজে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলি পাবে ২৮ লক্ষ টাকা করে পুরস্কার।
আরো পড়ুন: দুই দশকের জৌলুস শেষে অবসর রোহন বোপান্নার, টেনিসে নামল এক যুগের পর্দা
পুরুষদের তুলনায় বেশি পুরস্কার পাচ্ছেন মহিলারা
২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৫ কোটি টাকা। এবারের মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল সেই অঙ্কের থেকেও প্রায় ২.৩ কোটি টাকা বেশি পাবে। ২০২৩-এ যেখানে মোট পুরস্কারমূল্য ছিল ৮৮ কোটি টাকা, সেখানে এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি টাকায়।
সব মিলিয়ে, রবিবারের ফাইনাল শুধু একটি ম্যাচ নয় এটি এক নতুন ইতিহাসের সূচনা হতে পারে ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য। এখন চোখ থাকবে হরমনপ্রীতদের দিকে তারা কি পারেন বহু প্রতীক্ষিত সেই বিশ্বকাপটা ঘরে আনতে?



