আবারও চমক! হোয়াইট হাউসে এবার গড়ে উঠছে এক নতুন ঝাঁ চকচকে বলরুম। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন এই বিলাসবহুল প্রকল্পের কথা।
প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১,৭৫৯ কোটি টাকা খরচ হবে এই নির্মাণে। জানা গিয়েছে, ইতিমধ্যেই হোয়াইট হাউসের একাংশ ভেঙে নির্মাণকাজের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
ট্রাম্পের বহু দিনের স্বপ্ন পূরণ
বহু বছর ধরেই রাষ্ট্রীয় সফর ও গুরুত্বপূর্ণ সমাবেশ আয়োজনের জন্য হোয়াইট হাউসে একটি বিশাল বলরুম বানানোর স্বপ্ন দেখছিলেন ট্রাম্প। অবশেষে সেই স্বপ্নই সত্যি হতে চলেছে। সমাজমাধ্যমট্রুথ সোশ্যালেট্রাম্পলিখেছেন, “আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে হোয়াইট হাউসে একটি নতুন, বড় ও আধুনিক বলরুম তৈরির কাজ শুরু হয়েছে। মূল ভবন থেকে সম্পূর্ণ আলাদা করে এটি গড়া হবে। পাশাপাশি, পূর্ব শাখাটির আধুনিকীকরণও চলছে। কাজ শেষ হলে হোয়াইট হাউস আরও সুন্দর হয়ে উঠবে!”
১৫০ বছরের পুরনো স্বপ্ন বাস্তবায়ন
ট্রাম্প জানিয়েছেন, গত দেড় শতাব্দীরও বেশি সময় ধরে প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টই হোয়াইট হাউসে একটি বলরুম তৈরির স্বপ্ন দেখেছেন। অবশেষে সেই পরিকল্পনা সফল হচ্ছে। তবে সবচেয়ে বড় চমক এই প্রকল্পে আমেরিকান করদাতাদের এক পয়সাও খরচ হবে না! ট্রাম্পের দাবি, “এমন ঐতিহাসিক কাজ করতে পেরে আমি গর্বিত।”
নিরাপত্তায় থাকবে সিক্রেট সার্ভিস
হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসেই নির্মাণকাজ শুরু হতে পারে। পুরো প্রজেক্টের আনুমানিক খরচ ১,৫০০ কোটি টাকা। কাজ চলাকালীন গোটা এলাকা জুড়ে নজরদারিতে থাকবে মার্কিন সিক্রেট সার্ভিস। প্রায় ৯০,০০০ বর্গফুট জায়গাজুড়ে গড়া হবে এই বলরুম, যেখানে একসঙ্গে ৬৫০ জন অতিথি বসতে পারবেন।
আরো পড়ুন: নীরবতার কবি লাস্লো ক্রাসনাহর্কাই পেলেন নোবেল
ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন
হোয়াইট হাউসের পুরনো ঐতিহ্য ও স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ রেখে তৈরি হবে নতুন এই বলরুম। ঝাঁ চকচকে সাজসজ্জা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা আর আধুনিক স্থাপত্যের ছোঁয়ায় আগের চেয়ে আরও আভিজাত্যপূর্ণ হয়ে উঠবে মার্কিন প্রেসিডেন্টের এই ঐতিহাসিক বাসভবন।
শেষ পর্যন্ত, এই নতুন বলরুমের মাধ্যমে ট্রাম্পের স্বপ্নের আরেকটি অধ্যায় যুক্ত হতে চলেছে হোয়াইট হাউসের গৌরবময় ইতিহাসে।