January 28, 2025

image collected from internet

শেয়ার করুন

রাজ্যের লোকসভা ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মে মাস নয়, এপ্রিল মাস থেকেই ৪ শতাং বর্ধিত হারে মহার্ঘ্যভাতা পাবে রাজ্যের সরকারি কর্মচারীরা। লোকসভা ভোট মিটতে না মিটতেই কথা রাখল রাজ্য সরকার।

মঙ্গলবার অর্থদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে (No. 2691-F (P2, Dated: 11th June, 2024/Finance (Audit) Department ‘Nabanna’, Government of West Bengal, Mandirtala, Howrah: 711102) মহার্ঘ্যভাতা বৃদ্ধির কথা জানায় রাজ্য সরকার।

প্রসঙ্গত গত বছরের ২১ ডিসেম্বর বড়দিন উপলক্ষে কলকাতার এক অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারি কর্মচারিদের অতিরিক্ত ৪ শতাংশ DA দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ওই ঘোষণা কার্যকর করার প্রতিশ্রুতিও দেন তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নতুন বছরের প্রথম সপ্তাহেই অর্থদপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্ত পঞ্চায়েত ও পুরসভার কর্মী, পুরনিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি এবং তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই সুবিধা পাবে।

বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারেন অর্থদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.finance.wb.gov.in.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *