অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যেন বিরাট কোহলির ভবিষ্যৎ নির্ধারণের মঞ্চ। ২০২৭ সালের বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কি না, তার উত্তর লুকিয়ে এই সিরিজেই।
একপ্রকার অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। আর এই চ্যালেঞ্জের ঠিক আগে নিজেই হুঙ্কার ছুঁড়ে দিলেন ‘কিং কোহলি’। তাঁর স্পষ্ট বার্তা “আগের চেয়েও এখন অনেক বেশি ফিট আমি।”
সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী কোহলি
পার্থে প্রথম ওয়ানডের আগে সম্প্রচারকারী সংস্থা ফক্স স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, “আমি এখন এমন একজন ক্রিকেটার, যে প্রস্তুতি ছাড়া মাঠে নামি না। এই সিরিজে সবাই সেটা দেখবে। শারীরিকভাবে আমি আগের থেকেও অনেক বেশি ফিট।” দীর্ঘদিনের ক্রিকেটজীবনের কথা বলতে গিয়ে তিনি আরও জানান, “গত ১৫-২০ বছরে প্রচুর ক্রিকেট খেলেছি, সম্ভবত সবচেয়ে বেশি। বিশ্রাম প্রায় পাইনি। তাই এই বিরতিটা আমার খুব দরকার ছিল। এতে মানসিক ভাবে নিজেকে সতেজ রাখতে পেরেছি। লন্ডনে যে সময়টা কাটিয়েছি, সেটা পুরোপুরি কাজে লেগেছে।”
বিদায়ের গুঞ্জন বাড়ছে ক্রিকেট মহলে
টি-২০ এবং টেস্ট ফরম্যাট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন বিরাট। ঘরোয়া ক্রিকেটেও খুব একটা সক্রিয় নন। এমনকি শোনা যাচ্ছে, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে দেওয়া চুক্তি নবীকরণের প্রস্তাবও তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন। ফলে অনেকেই বলছেন, ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়’ তকমাটা তাঁর থেকে সরে যাচ্ছে। ক্রিকেট মহলে গুঞ্জন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজই হতে পারে বিরাটের শেষ ওয়ানডে উপস্থিতি।
আরো পড়ুন: ফিটনেসই দলে ফেরার চাবিকাঠি: শামি বিতর্কে মুখ খুললেন আগরকর
ফিটনেসেই ভরসা কিং কোহলির
তবে এতসব জল্পনার মাঝেও হাল ছাড়ছেন না কোহলি। ছুটির সময় লন্ডনে থেকেও কঠোর পরিশ্রম করেছেন তিনি। নিজের ফিটনেস আরও শানিত করেছেন। নির্বাচকপ্রধান অজিত আগরকর আগেই জানিয়ে রেখেছেন, ২০২৭ বিশ্বকাপে তরুণরাই অগ্রাধিকার পাবে। তাই বিরাটকে এই সিরিজেই প্রমাণ করতে হবে যে ফিটনেস বা পারফরম্যান্স কোনও ক্ষেত্রেই তিনি পিছিয়ে নেই।
শেষবার রাজত্ব ফেরাতে পারবেন কি কোহলি?
সব মিলিয়ে, এই তিন ম্যাচের সিরিজই বিরাটের জন্য একপ্রকার ‘ডু অর ডাই’। ফর্ম ও ফিটনেসে নিজেকে প্রমাণ করতে পারলে আবারও নিজের রাজত্ব ফেরাতে পারেন ‘কিং কোহলি’। এখন গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে পার্থ, সিডনি ও মেলবোর্নের দিকে অগ্নিপরীক্ষার শেষে ফের কি নিজের মুকুট পরবেন ভারতীয় ক্রিকেটের রাজা?