আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই দলকে প্রস্তুত রাখার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনও পুরোপুরি প্রস্তুত নয় দল, তবে আগামী তিন মাসের মধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড তৈরি করতে চান তিনি।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রকাশ করেছে গম্ভীরের একটি ছোট টিজার ভিডিও, যেখানে তিনি বলেন, “বিশ্বকাপের জন্য আমরা এখনও পুরো তৈরি নই। আশা করছি, ক্রিকেটাররা বুঝবে ফিট থাকার গুরুত্ব কতটা। আমাদের হাতে এখনও তিন মাস আছে। তার মধ্যেই দলকে তৈরি হতে হবে।”
তিন মাসের মধ্যে চূড়ান্ত দল গঠন
গম্ভীরের বক্তব্যে স্পষ্ট, ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট ১০টি টি-টোয়েন্টি ম্যাচই হবে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ। এই ম্যাচগুলির পারফরম্যান্স দেখেই চূড়ান্ত দল বেছে নেবেন তিনি। গম্ভীর চান, ফেব্রুয়ারির আগে দলের প্রতিটি সদস্য যেন মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকে।
সাজঘরে স্বচ্ছতা ও সততার প্রশংসা
বর্তমান ভারতীয় দলের সাজঘর নিয়ে গম্ভীরের প্রশংসা থামছে না। তিনি বলেন, “আমাদের এই সাজঘরে কোনও লুকোছাপা নেই। প্রত্যেকে খুব সৎ। আমরা তো এমনই একটা সাজঘর চেয়েছিলাম।” কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি চেষ্টা করছেন প্রতিটি খেলোয়াড়কে চ্যালেঞ্জের মুখে ফেলতে, যাতে তাদের আসল দক্ষতা ফুটে ওঠে।
আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকার চমক! প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’-কে হারিয়ে টেস্টের আগে কড়া হুঁশিয়ারি প্রোটিয়াদের
লাল বলের ক্রিকেটে এখন নজর
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি চললেও আপাতত গম্ভীরের ফোকাস লাল বলের ক্রিকেটে। শুক্রবার থেকে কলকাতার ইডেনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট। ইতিমধ্যেই শুভমন গিল-সহ কিছু খেলোয়াড় কলকাতায় এসে পৌঁছেছেন। সোমবার বাকিদের যোগদান, আর মঙ্গলবার থেকেই শুরু অনুশীলন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন দৃঢ় অবস্থান এবং পরিকল্পিত প্রস্তুতি দেখে বলা যায়, গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারত আবারও আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।




2 thoughts on “গৌতম গম্ভীরের কড়া বার্তা: তিন মাসের মধ্যেই তৈরি হবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল”