অস্ট্রেলিয়াকে হারাল ভারত: সিডনির সবুজ মাঠে শনিবার অনুষ্ঠিত তৃতীয় এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে জোরদার প্রত্যাবর্তন করল ভারত। তবে জয়ের আনন্দের মধ্যেই দলে চিন্তার ভাঁজ ফেলেছে এক দুঃসংবাদ ম্যাচ চলাকালীন চোট পেলেন শ্রেয়স আয়ার।
কীভাবে চোট পান শ্রেয়স আয়ার
অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভার চলছিল তখন। শর্ট থার্ড ম্যান পজিশনে ফিল্ডিং করছিলেন শ্রেয়স। হর্ষিত রানার বল ব্যাটের কানায় লেগে আকাশে উঠতেই ক্যাচ ধরতে ছুটে যান তিনি। দৌড়ে গিয়ে পিছনের দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি অসাধারণ দক্ষতায় হাতে তুলে নেন শ্রেয়স। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে জোরে মাটিতে পড়ে যান। তাঁর কোমর ও পাঁজরের বাঁ দিকটি মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই মুখে যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে।
তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়
ঘটনাস্থলেই চিকিৎসক কমলেশ জৈন ছুটে আসেন। সতীর্থদের সহায়তায় শ্রেয়সকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরক্ষণেই তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে স্ক্যান করা হয় বলে দল সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে খবর, তাঁর পাঁজরের বাঁ দিকে আঘাত লেগেছে, তবে চোট গুরুতর নয়। আপাতত শ্রেয়সের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
আরো পড়ুন: ফর্ম যায় আসে, ক্লাস চিরকাল: রোহিত ও বিরাটের অসাধারণ পারফরম্যান্স
ম্যাচে ভারতের জয়
শ্রেয়স আয়ার মাঠ ছাড়লেও ভারতীয় দলের মনোবল একটুও কমেনি। যশস্বী জয়সওয়াল তাঁর পরিবর্তে ফিল্ডিং করেন। অন্যদিকে রোহিত শর্মা ও বিরাট কোহলি ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান। ফিল্ডিংয়েও নজর কাড়ে দল কোহলির হাতে ম্যাট শর্টের দুর্দান্ত ক্যাচ এবং রোহিতের স্লিপ ক্যাচে অস্ট্রেলিয়া বিপর্যস্ত হয়ে পড়ে।
বোর্ডের প্রাথমিক বিবৃতি
বোর্ড জানিয়েছে, শ্রেয়সের চোট গুরুতর নয়। তবু আরও কিছু পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। দলের চিকিৎসকরা নজর রাখছেন তাঁর উপর।
অতএব, সিডনিতে ভারতের জয় যেমন স্মরণীয়, তেমনই শ্রেয়স আয়ারের এই চোটের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সমর্থকদের মধ্যে। সবাই এখন একটাই প্রার্থনা করছেন শীঘ্রই যেন পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরেন শ্রেয়স আয়ার।



