চিনে ভিসা না পেয়ে বিপাকে ভারতের টেনিস তারকা সুমিত নাগাল

sumit nagal

sumit nagal

অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির মাঝে বড় ধাক্কা খেলেন ভারতের এক নম্বর সিঙ্গলস টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। আগামী অস্ট্রেলিয়ান ওপেনের এশিয়া-প্যাসিফিক ওয়াইল্ড কার্ড প্লে-অফে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চিনের চেংদু শহরে।

কিন্তু চিনের দূতাবাস কোনও কারণ না দেখিয়েই নাগালের ভিসার আবেদন খারিজ করে দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন এই ভারতীয় টেনিস তারকা।

কোনও কারণ না জানিয়ে ভিসা বাতিল

এটিপি ক্রমতালিকায় বর্তমানে ২৭৫ নম্বরে রয়েছেন সুমিত নাগাল। সরাসরি অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে জায়গা পাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাই এই ওয়াইল্ড কার্ড প্লে-অফ তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই লক্ষ্যেই তিনি চিনের ভিসার আবেদন করেছিলেন। কিন্তু হঠাৎই দূতাবাসের তরফে জানানো হয়, তাঁর আবেদন খারিজ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, কোনও কারণও জানানো হয়নি এই সিদ্ধান্তের পেছনে।

সামাজিক মাধ্যমে সাহায্যের আবেদন

মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন নাগাল। সঙ্গে সঙ্গে তিনি ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ও দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানান। নাগাল লেখেন, “আমি সুমিত নাগাল, ভারতের এক নম্বর টেনিস খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেন প্লে-অফে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য কয়েক দিনের মধ্যেই আমার চিনে যাওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণ না দেখিয়েই আমার ভিসার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাননীয় রাষ্ট্রদূতের কাছে বিনীত অনুরোধ, বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করুন।”

আরো পড়ুন: ছ’ বছর পর ইডেনে টেস্ট ফিরছে! পিচ নিয়ে বড় ঘোষণা করলেন সুজন মুখোপাধ্যায়

গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হাতছাড়া হওয়ার আশঙ্কা

চেংদুতে এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৪ নভেম্বর এবং চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। সেখানে খেলার সুযোগ না পেলে অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে যোগ দেওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাবে নাগালের। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আলেকজ়ান্ডার বুবিককে হারিয়ে নজর কেড়েছিলেন তিনি। ২০২৪ সালে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে এটিপি র‌্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে তুলেছিল। সেই পারফরম্যান্সের জেরেই ভারতকে ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপে ফিরিয়ে আনতেও বড় ভূমিকা নিয়েছিলেন সুমিত নাগাল।

এখন দেখার, চিনের এই সিদ্ধান্তের পর নাগাল কি শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারেন, না কি তাঁর প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়ায় এই ভিসা সমস্যাই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *