দক্ষিণ আফ্রিকার চমক! প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’-কে হারিয়ে টেস্টের আগে কড়া হুঁশিয়ারি প্রোটিয়াদের

South Africa warns India

South Africa warns India

দক্ষিণ আফ্রিকা যেন আগেভাগেই জানিয়ে দিল টেস্ট সিরিজে ভারতকে সহজে ছাড়বে না। বেঙ্গালুরুর বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে যে ম্যাচটা সবাই ভেবেছিল ভারত ‘এ’ দল সহজেই জিতবে বা অন্তত ড্র করবে, সেই ম্যাচেই চরম হারে মাঠ ছাড়তে হল ঘরের ছেলেদের।

দ্বিতীয় বেসরকারি টেস্টের চতুর্থ ইনিংসে অবিশ্বাস্যভাবে ৪১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা ‘এ’।

প্রোটিয়া ব্যাটারদের দুরন্ত জবাব

ভারতীয় বোলারদের বিরুদ্ধে একেবারেই স্বচ্ছন্দে খেলল প্রোটিয়ারা। মহম্মদ সিরাজ, আকাশদীপ, কুলদীপ যাদব কারও বলেই খুব একটা বিপদে পড়তে হয়নি অতিথিদের। পুরো ইনিংসে যেন নিজেদের মাটিতে খেলার মতোই আত্মবিশ্বাস দেখাল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৯৮ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।

জর্ডান হারমান করলেন দলের সর্বোচ্চ ৯১ রান মাত্র ১২৩ বলে। তাঁর পাশাপাশি লেসেগো সেনোকওয়ানে ও জুবেইর হামজ়া করলেন ৭৭ করে রান। টেস্ট দলের অধিনায়ক টেম্বা বাভুমা প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনের সময় ৫৯ রানের মূল্যবান ইনিংস খেললেন। খেলা শেষ করে মাঠ ছাড়েন কনর এস্তারহুইজ়েন, তিনিও দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

ভারতীয় বোলিংয়ের হতশ্রী চিত্র

দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের যেন খুঁজেই পাওয়া গেল না। মহম্মদ সিরাজ ১৭ ওভারে ৫৩ রানে ১ উইকেট, আকাশদীপ ২২ ওভারে ১০৬ রানে ১ উইকেট, আর হর্ষ দুবে ২৫ ওভারে ১১১ রানে ১ উইকেট নেন।

প্রসিদ্ধ কৃষ্ণ কিছুটা ভালো, ১৫ ওভারে ৪৯ রানে ২ উইকেট পেয়েছেন। কিন্তু কুলদীপ যাদব ১৭ ওভার বল করে ৮১ রান দিয়েও কোনও উইকেট পাননি।

প্রথম টেস্টের আগে সতর্কবার্তা ভারতের জন্য

শুক্রবার থেকেই শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে এমন হারের পর নিশ্চয়ই ভাবনায় পড়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকা ‘এ’-র এই দুরন্ত পারফরম্যান্স যেন ভারতের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে রাখল “প্রস্তুত থাকো, আমরা কিন্তু সহজ প্রতিপক্ষ নই।” এই ম্যাচের ফলাফলে একটাই জিনিস স্পষ্ট প্রোটিয়াদের আত্মবিশ্বাস এখন আকাশছোঁয়া, আর ভারতের জন্য এই হার বড় সতর্কবার্তা টেস্ট সিরিজের ঠিক আগে।

About The Author

One thought on “দক্ষিণ আফ্রিকার চমক! প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’-কে হারিয়ে টেস্টের আগে কড়া হুঁশিয়ারি প্রোটিয়াদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *