২৫ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় এক দিনের ম্যাচে মাঠে ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোট পান শ্রেয়স আয়ার। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচ দিন পর অবশেষে ভক্তদের উদ্দেশে মুখ খুললেন ভারতীয় দলের সহ-অধিনায়ক।
সামাজিক মাধ্যমে শ্রেয়সের বার্তা
বৃহস্পতিবার নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে শ্রেয়স লিখেছেন, “আমি এখন সুস্থ হয়ে ওঠার পথে আছি। প্রতিদিন আরও উন্নতি করছি। যেভাবে সবাই শুভেচ্ছা ও ভালোবাসা পাঠিয়েছেন, তার জন্য ধন্যবাদ। সত্যি খুব ভালো লেগেছে। আমার কথা ভেবে যাঁরা পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ।”
কীভাবে চোট পান শ্রেয়স?
সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পান শ্রেয়স। প্রথমে মাঠেই কিছুক্ষণ চিকিৎসা করা হয়, পরে তিনি হেঁটেই সাজঘরে ফেরেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যথা বাড়তে থাকায় চিকিৎসক ও ফিজিয়ো কোনও ঝুঁকি নেননি, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চোটের প্রকৃতি ও চিকিৎসা
সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়সের ‘রিব কেজ ইনজুরি’ হয়েছে, অর্থাৎ বক্ষপিঞ্জরের হাড়ে আঘাত লাগে। শরীরের ভিতরে সামান্য রক্তক্ষরণও হয়েছিল। যদিও অবস্থাটা খুব বেশি গুরুতর পর্যায়ে যায়নি। চিকিৎসকেরা বিশেষ পদ্ধতিতে ক্ষত সারিয়ে তুলেছেন, তবে সেটাকে অস্ত্রোপচার বলা যাবে না বলে জানিয়েছেন বোর্ড সচিব।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, শ্রেয়সের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তিনি স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন এবং সোমবার তাঁকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে। চিকিৎসকেরা তাঁর দ্রুত আরোগ্য দেখে খুশি।
আরো পড়ুন: এসআইআরের প্রস্তুতিতে মাঠে তৃণমূল
সূর্যকুমারের সঙ্গে যোগাযোগে শ্রেয়স
ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, গত কয়েক দিন ধরে শ্রেয়সের সঙ্গে তাঁর কথা হয়েছে। সূর্য বলেন, “ও এখন কথা বলতে পারছে, মেসেজের জবাবও দিচ্ছে। চিকিৎসকেরা ওর দিকে নজর রাখছেন, সব কিছু ঠিকঠাক চলছে।” সূর্য মজা করে আরও বলেন, “চিকিৎসকেরা বলছেন, এই ধরনের চোট বিরল। শ্রেয়স যেহেতু বিরল প্রতিভা, তাই ওর চোটও তেমনই বিরল!” সব মিলিয়ে, শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ আর চিকিৎসকদের যত্নে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন শ্রেয়স আয়ার। এখন ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়, কবে আবার নীল জার্সি গায়ে মাঠে নামবেন দেশের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার।



