চোট কাটিয়ে অনেকটাই সুস্থ শ্রেয়স আইয়ার, ভাইরাল সূর্যকুমারের মায়ের প্রার্থনা

shreyas iyer health update

shreyas iyer health update

ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ারকে নিয়ে এখন স্বস্তির হাওয়া। সিডনিতে অ্যালেক্স ক্যারির এক দুঃসাহসিক ক্যাচ নিতে গিয়ে গুরুতরভাবে চোট পান শ্রেয়স। চোট এতটাই মারাত্মক ছিল যে তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করতে হয়, এমনকি সোমবার সকালে আইসিইউতেও রাখতে হয় তাঁকে।

খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশ উদ্বিগ্ন হয়ে পড়ে প্রিয় ক্রিকেটারের জন্য। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর দ্রুত আরোগ্য কামনায় শুরু হয় প্রার্থনা। এমনকি ছটপুজোর দিন সূর্যকুমার যাদবের মাকেও দেখা যায় শ্রেয়সের দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করতে।

আইসিইউ থেকে ছাড়, শারীরিক অবস্থার দ্রুত উন্নতি

চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে এখন অনেকটাই বিপন্মুক্ত শ্রেয়স। আইসিইউ থেকে তাঁকে সাধারণ বেডে সরানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিশেষ এক চিকিৎসা-পদ্ধতিতে তাঁর প্লীহার ক্ষত সারানো সম্ভব হয়েছে। শারীরিক অবস্থারও দ্রুত উন্নতি হচ্ছে। হাসপাতালের নার্সদের সঙ্গে হাসি-ঠাট্টা করতেও দেখা গিয়েছে তাঁকে। চিকিৎসকরাও সন্তুষ্ট শ্রেয়সের উন্নতি দেখে। জানা গিয়েছে, তিনি ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন।

পাশে থাকছেন বোন শ্রেষ্ঠা, বিসিসিআইয়ের নজরদারি

পরিবারও পাশে দাঁড়িয়েছে পুরোপুরি। শ্রেয়সের বোন শ্রেষ্ঠা আইয়ার ইতিমধ্যেই সিডনির পথে, ভাইয়ের পাশে থাকার জন্য। বিসিসিআই তাঁদের যাবতীয় ব্যবস্থাও করে দিয়েছে।

আরো পড়ুন: বৃষ্টিতে ভেসে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ!

প্লীহায় আঘাত, কিন্তু বিপদ কেটে গেছে

চিকিৎসা সূত্রে জানা গিয়েছে, শ্রেয়সের বাঁ-দিকের পাঁজরের নিচে প্রচণ্ড আঘাত লাগে, যার ফলে প্লীহায় রক্তক্ষরণ শুরু হয়েছিল। ২৮ অক্টোবর করা স্ক্যানে দেখা যায়, ক্ষতস্থানে দ্রুত উন্নতি হচ্ছে। ভারতীয় ও অস্ট্রেলীয় চিকিৎসকদের তৎপরতায় এখন শ্রেয়স সম্পূর্ণ বিপন্মুক্ত।

সূর্যকুমারের মায়ের প্রার্থনা ভাইরাল

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সূর্যকুমার যাদবের মায়ের একটি ভিডিও। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “সবাই মিলে শ্রেয়সের জন্য প্রার্থনা করুন, যাতে ও তাড়াতাড়ি সেরে ওঠে। খবরটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি।” এই মানবিক মুহূর্তে মুগ্ধ নেটিজেনরা বলছেন, পৃথিবীর সকল মায়ের মনই একরকম স্নেহ, উদ্বেগ আর ভালোবাসায় ভরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *