ইংল্যান্ড সফরে সুযোগ পাননি সরফরাজ খান। ভেবেছিলেন, অন্তত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা সুযোগ মিলবে। কিন্তু সেটাও হল না। এমনকী, প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ঘোষিত ভারত ‘এ’ দলে তাঁর নামও নেই। ক্রিকেট মহলের মতে, এর পেছনে কোচ গৌতম গম্ভীরের ‘পরীক্ষানিরীক্ষা নীতি’রই প্রভাব রয়েছে।
১৪ নভেম্বর ইডেনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। তার আগে দু’টি চার দিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারত ‘এ’। সেই দলের অধিনায়ক হয়েছেন চোট কাটিয়ে ফেরা ঋষভ পন্থ। কিন্তু আশ্চর্যজনকভাবে বাদ পড়েছেন সরফরাজ খান এবং বাংলার এক পেসার, যিনি রনজি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
ফিটনেস ঠিক, রানও আছে তবু সুযোগ নেই
ফিটনেস নিয়ে সরফরাজের কোনও প্রশ্নই নেই। প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন তিনি। রনজির প্রথম ম্যাচে করেছেন ৭৪ রান, বুচিবাবু টুর্নামেন্টে তুলেছেন ডবল সেঞ্চুরি। এমনকী ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচেও ভালো পারফর্ম করেছিলেন। তারপরও জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ।
প্রাক্তন ক্রিকেটারদের মতে, সরফরাজের জায়গা পেতেই পারত তিন নম্বর পজিশনে। কিন্তু গম্ভীর সেখানে নিয়মিত খেলাচ্ছেন সাই সুদর্শনকে, যিনি এখনও বড় রান পাননি। তাই দলে পরীক্ষানিরীক্ষা চলছেই, কিন্তু সরফরাজের মতো ধারাবাহিক ব্যাটার বারবার উপেক্ষিত।
আরো পড়ুন: ইংল্যান্ড চোট সেরে ফিরলেন পন্থ, ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে মাতাবেন ময়দান
ওয়েইসির প্রশ্নে নতুন মাত্রা
সরফরাজের এই ‘বঞ্চনা’ নিয়ে এবার সরব হয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “কেন সরফরাজ খানকে ভারত ‘এ’ দলের সুযোগ দেওয়া হচ্ছে না?” তাঁর দাবি, ঘরোয়া ক্রিকেটে সরফরাজের পারফরম্যান্স অনেকের চেয়েও ভালো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে ১৫০ রানের ইনিংসও ছিল তাঁর ঝুলিতে।
তাহলে প্রশ্ন উঠছে ফর্ম, ফিটনেস, পরিসংখ্যান সবই যখন সরফরাজের পক্ষে, তাহলে তাঁকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? ক্রিকেট মহলের একাংশের মতে, নির্বাচকদের এই সিদ্ধান্তে কোচ গম্ভীরের পরীক্ষানিরীক্ষাই মূল কারণ। আর তাতেই যেন হারিয়ে যাচ্ছেন এক প্রতিশ্রুতিমান ব্যাটার সরফরাজ খান।



