রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন, দ্বিতীয় ওয়ানডেতে কি সুযোগ পাবেন হিটম্যান?

Rohit Sharma

Rohit Sharma

পারথে প্রত্যাবর্তনটা একেবারেই ভালো হলো না রোহিত শর্মার। মাত্র ৮ রানে আউট হয়ে ফিরে যেতে হয় তাঁকে। এই ব্যর্থতার পরই ফের প্রশ্ন উঠেছে তাঁর ফর্ম নিয়ে।

অনেকেই বলছেন, অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে’তে রোহিতের জায়গা সুরক্ষিত নয়। এর মাঝেই এক ভিডিও ভাইরাল হওয়ার পর জল্পনা আরও তীব্র হয়েছে ক্রিকেটমহলে।

যশস্বীর পাশে রোহিত, প্রশংসায় ভাসছে হিটম্যান

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে’র আগে দেখা যায়, রোহিত ও যশস্বী একসঙ্গে অনুশীলন করছেন। ভিডিওতে ধরা পড়ে, ভবিষ্যতের তারকাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছেন হিটম্যান। যশস্বীর পাশে দাঁড়িয়ে শ্যাডো ব্যাটিং করতেও দেখা গেছে তাঁকে। রোহিতের এই উদ্যোগের প্রশংসায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয়েছিল যশস্বীর। এরপর আর মাঠে নামেননি তিনি। এখন অনেকেই বলছেন, শুভমান গিলের ওপেনিং পার্টনার হিসেবে রোহিত নয়, সুযোগ দেওয়া হোক যশস্বীকে।

দ্বিতীয় ওয়ানডে’তে যশস্বী সুযোগ পাবেন কি?

অ্যাডিলেডে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে এই প্রশ্নই করা হয়। তিনি বলেন, “যশস্বী স্কোয়াডে রয়েছে, অনুশীলন করছে। ও জানে, ওরও সময় আসবে। দিনের শেষে ১১ জনই সুযোগ পায়, তাই অপেক্ষা করতেই হবে।” তাঁর এই মন্তব্যে জল্পনা আরও বেড়েছে তবে কি রোহিতের জায়গা এবার সত্যিই অনিশ্চিত?

আরো পড়ুন: গম্ভীরের পরীক্ষানিরীক্ষায় হারিয়ে যাচ্ছেন সরফরাজ খান

ফর্মে ফিরতে মরিয়া রোহিত শর্মা

মঙ্গলবারের ট্রেনিং সেশনে দেখা গেছে এক অন্য রোহিতকে। গায়ের জোরে বল মারার চেয়ে টাইমিংয়ের ওপর বেশি মন দিয়েছেন তিনি। বেশ কিছু দুর্দান্ত শটও খেলেছেন নেটে। তাঁকে গিলের সঙ্গে টেকনিক্যাল বিষয়ে আলোচনা করতেও দেখা গেছে। পারথের ম্যাচে হার্ড লেংথ থেকে হঠাৎ বাউন্স এনে দুই ওপেনারকে সমস্যায় ফেলেছিলেন জশ হ্যাজেলউড। এবার সেই ভুল শুধরাতে মরিয়া রোহিত। তবে প্রশ্ন একটাই অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে’তে কি দেখা যাবে হিটম্যানকে? নাকি এবার সুযোগ পাবেন তরুণ যশস্বী জয়সওয়াল? উত্তর মিলবে মাঠে নামলেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *