ভারতের টেনিস ইতিহাসে এক সোনালি অধ্যায়ের পর্দা নামল। অবসর ঘোষণা করলেন রোহন বোপান্না। প্রায় দুই দশক ধরে কোর্টে দেশকে গর্বিত করা এই তারকা অবশেষে বিদায় জানালেন তাঁর প্রিয় খেলাকে। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে জানিয়েছেন, এখন সময় এসেছে র্যাকেটটা তুলে রেখে নতুন জীবনের পথে হাঁটার।
স্বপ্নের শুরু কুর্গ থেকে, গন্তব্য বিশ্বের মঞ্চে
২০০২ সালে ডেভিস কাপে ভারতের হয়ে অভিষেক হয় রোহনের। পরের বছর থেকেই শুরু হয় তাঁর পেশাদার টেনিস যাত্রা। কুর্গের ছোট্ট শহর থেকে উঠে এসে বিশ্বের সেরা মঞ্চে পৌঁছে যাওয়া এক রোমাঞ্চকর গল্প যেন। বয়সের সঙ্গে সঙ্গে খেলার ছন্দ হারাননি, বরং আরও শক্তিশালী হয়েছেন। বিশেষ করে ডবলস ইভেন্টে তিনি ভারতের মুখ উজ্জ্বল করেছেন আন্তর্জাতিক মঞ্চে।
গ্র্যান্ড স্লাম, রেকর্ড আর সম্মাননায় ভরপুর কেরিয়ার
রোহনের সাফল্যের ঝুলিতে রয়েছে দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা। ২০১৭ সালে গ্যাব্রিয়েলি ডাব্রোওস্কির সঙ্গে জুটি বেঁধে ফরাসি ওপেন মিক্সড ডবলস জেতেন তিনি। আর ২০২৪ সালে ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেন ডবলস চ্যাম্পিয়ন হন। সেই বছরই বিশ্বের এক নম্বর ডবলস খেলোয়াড় হন রোহন।
৪৪ বছর বয়সে মায়ামি ওপেন জিতে সবচেয়ে বেশি বয়সে মাস্টার্স ১০০০ খেতাব জেতার নজির গড়েন তিনি। অর্জুন পুরস্কার (২০১৯) ও পদ্মশ্রী (২০২৪) অর্জন করে ভারতীয় ক্রীড়া ইতিহাসে নিজের নাম অমর করে ফেলেছেন বোপান্না।
আরো পড়ুন: রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বাবর আজ়ম
আবেগঘন বিদায় বার্তা
সোশ্যাল মিডিয়ায় রোহন লিখেছেন, “বিদায়, কিন্তু এটাই শেষ নয়। কুর্গের কফিবাগান থেকে শুরু করা পথটা শেষ হচ্ছে না, শুধু বদলে যাচ্ছে। টেনিস আমাকে যে জীবন দিয়েছে, তাকে কীভাবে বিদায় বলি? যখন সবাই সন্দেহ করেছে, তখন এই খেলাই আমাকে শক্তি দিয়েছে।”
পোস্টে তিনি পরিবার, স্ত্রী, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন এবার নিজের শহরে একটি টেনিস অ্যাকাডেমি গড়ার স্বপ্ন দেখছেন তিনি।
দীর্ঘ দুই দশক ধরে টেনিস কোর্টে দেশের পতাকা উড়িয়ে এসেছেন রোহন বোপান্না। তাঁর অবসর মানে শুধু এক খেলোয়াড়ের বিদায় নয়, বরং ভারতীয় টেনিসের এক যুগের অবসান।



