তামান্না সাহা: মাত্র ১৬ বছর বয়সেই ইংল্যান্ডের টেনিস কোর্টে সাড়া ফেলে দিয়েছে রাজারহাট নিউটাউনের তামান্না সাহা। ছোটবেলা থেকেই টেনিসের প্রতি অগাধ ভালোবাসা আর কঠোর পরিশ্রমের ফলেই আজ ব্রিটেনের মাটিতে একের পর এক সাফল্য অর্জন করছে এই তরুণী।
সম্প্রতি ইংল্যান্ডের মার্গেট লন টেনিস ক্লাব আয়োজিত নুথাল ভেস মার্গেট লন টেনিস ক্লাব ওপেন ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছে তামান্না।
চারটি ট্রফির মালিক তামান্না
এই টুর্নামেন্টে একাই নয়, চার-চারটি ট্রফি ঘরে তুলেছে সে। মহিলাদের সিঙ্গলস এবং মিক্সড ডাবলস দুটি বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে তামান্না। যদিও অনূর্ধ্ব-১৮ সিঙ্গলস ও ডাবলসের ফাইনালে সামান্য ব্যবধানে হেরে রানার্স আপ ট্রফি পেয়েছে, তবুও তার পারফরম্যান্সে মুগ্ধ পুরো ক্লাব ও দর্শকরা।
ইংল্যান্ডের প্রাচীন ক্লাবের ইতিহাসে নাম লিখল
নুথাল ভেসের নামে প্রতিষ্ঠিত শতাব্দীপ্রাচীন এই টেনিস ক্লাবটি ইংল্যান্ডের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব। এর আগেও তামান্না অল ইংল্যান্ড কেন্ট প্রিমিয়ার টেনিস লিগে চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেছিল এবং সেই সময় ছিল দলের সবচেয়ে কমবয়সী সদস্য। এবার নিজের যোগ্যতায় ইংল্যান্ডের কোর্টে নতুন ইতিহাস গড়ল এই কিশোরী।
চোট নিয়েও খেলায় নামার সাহস
শুধু টেনিস নয়, তামান্না মার্শাল আর্টেও সমান দক্ষ। জুলাই মাসে এক মার্শাল আর্ট প্রতিযোগিতায় গুরুতর চোট পেলেও, পরদিনই টেনিস ম্যাচে কোর্টে নেমে খেলা চালিয়ে যায়। এই অদম্য মানসিকতা ও খেলায় একনিষ্ঠতাই তাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে।
আরো পড়ুন: আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড় রোহিণী কালামের রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ
আন্তর্জাতিক পর্যায়ে বড় মঞ্চের স্বপ্ন
এর আগে বিশ্বের চতুর্থ প্রাচীনতম ঘাসের কোর্টে অনুষ্ঠিত ওয়ালমার ওপেনেও ওয়াইল্ডকার্ড এন্ট্রিতে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল তামান্না। ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ের বড় মঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন এখন তার চোখে। রাজারহাটের এই মেয়েটি দেখিয়ে দিচ্ছে, ইচ্ছে আর পরিশ্রম থাকলে কোনও স্বপ্নই অসম্ভব নয়। ইংল্যান্ডের টেনিস জগতে এখন নতুন নাম তামান্না সাহা, যে নাম নিয়ে গর্ব করতে পারে পুরো বাংলা।



