১৭ বছরের ক্রিকেট কেরিয়ারের ইতি, অবসর নিলেন জম্মু ও কাশ্মীরের তারকা পারভেজ রসুল

parvez rasool

parvez rasool

ভারতীয় ক্রিকেটে জম্মু ও কাশ্মীরের নাম প্রথম উজ্জ্বল করেছিলেন তিনিই। অবশেষে ১৭ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের ইতি টানলেন অলরাউন্ডার পারভেজ রসুল। ভারতের জার্সি গায়ে মাঠে নামা প্রথম জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ছিলেন তিনি।

২০১৪ সালে ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হয় পারভেজের, প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। পরে ২০১৭ সালে টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেও আন্তর্জাতিক পর্যায়ে আর বড় সুযোগ পাননি। তবুও ভারতীয় ক্রিকেটে তাঁর নাম রয়ে গেল পথপ্রদর্শকের মতো।

জম্মু ও কাশ্মীরের গর্ব

কাশ্মীরের অনন্তনাগ জেলার ছেলে পারভেজ রসুল ২৬ বছর বয়সে নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করেন। ২০১২-১৩ রনজি মরশুমেই সবার নজর কাড়েন তিনি ৭ ম্যাচে ৫৯৪ রান ও ৩৩টি উইকেট! সেই পারফরম্যান্সই তাঁকে ২০১৩ সালে ভারত ‘এ’ দলে জায়গা এনে দেয়। একই বছর আইপিএলেও সুযোগ পান পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া দলে, আর প্রথম ম্যাচেই কিংবদন্তি জ্যাক কালিসের উইকেট তুলে নেন তিনি।

সাফল্যের ঝুলি ভরিয়ে দিল রনজি

২০১৩-১৪ মরশুমে দু’টি শতরানসহ ৬৬৩ রান করেন এবং ২৭টি উইকেট নেন পারভেজ। তাঁর নেতৃত্বেই জম্মু ও কাশ্মীর প্রথমবারের মতো পৌঁছে যায় রনজির কোয়ার্টার ফাইনালে। শুধু তাই নয়, ২০১৩-১৪ ও ২০১৭-১৮ দু’বারই রনজি ট্রফির সেরা অলরাউন্ডার নির্বাচিত হন তিনি।

অবসর ঘোষণায় আবেগঘন বার্তা

অবসর প্রসঙ্গে পারভেজ রসুল বলেন,

“ভারতের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। জম্মু ও কাশ্মীর ক্রিকেটের জন্য অতো জনপ্রিয় নয়, তাই সেই অঞ্চল থেকে দেশের জার্সি পরা ছিল এক অন্যরকম গর্ব। আমি টেস্ট খেলতেও চেয়েছিলাম, তবে ভারতের হয়ে আরও বেশি ম্যাচ না খেলার আক্ষেপ থেকে যাবে। এখন কোচিংয়ে মন দিতে চাই।”

পরিসংখ্যানই সাক্ষ্য দিচ্ছে তাঁর কৃতিত্বের

জম্মু ও কাশ্মীরের হয়ে ৯৫টি ম্যাচে ৩৫২টি উইকেট ও ৫,৬৪৮ রান করেছেন পারভেজ রসুল। সংখ্যার চেয়েও বেশি তাঁর অবদান কাশ্মীরি তরুণদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছেন তিনি।

ভারতীয় ক্রিকেটে এক নীরব কিন্তু অনন্য অধ্যায়ের পর্দা নামল বিদায় পারভেজ রসুল, জম্মু ও কাশ্মীরের প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তোমার নাম চিরকাল লেখা থাকবে ইতিহাসের পাতায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *