পাকিস্তানের গোপন পরমাণু পরীক্ষা নিয়ে চাঞ্চল্য, সরাসরি হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং

rajnath singh

rajnath singh

সম্প্রতি “অপারেশন সিঁদুরে” জোর ধাক্কা খাওয়ার পর থেকেই পাকিস্তান যে গোপনে মারণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ইসলামাবাদ গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে! ট্রাম্পের এমন মন্তব্যে শোরগোল পড়ে যেতেই নড়েচড়ে বসেছে নয়াদিল্লিও। রবিবার এক সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিলেন, ভারতও যে কোনও পরিস্থিতির জন্য তৈরি।

রাজনাথের হুঁশিয়ারি: “ওদের করতে দিন, ভারত প্রস্তুত”

পাকিস্তানের পরমাণু পরীক্ষার গুজব নিয়ে প্রশ্ন উঠতেই রাজনাথ সিং স্পষ্ট ভাষায় বলেন, “ওরা যদি সত্যিই পরীক্ষা করতে চায়, তাহলে তা ওদের করতে দিন। থামানো যাবে না। তবে ভারতও প্রস্তুত আছে, যেকোনও পরিস্থিতি সামলানোর ক্ষমতা আমাদের রয়েছে।” প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট নয়াদিল্লি পরিস্থিতিকে গুরুত্বসহকারে দেখছে, তবে কোনও আতঙ্কে নয়।

পাকিস্তানের গোপন পরমাণু কার্যকলাপ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেন, রাশিয়া, চিন, পাকিস্তান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করেছে। তাঁর বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়াল বিশ্বজুড়ে। এমনকি অনেকে দাবি করছেন, গত এপ্রিল-মে মাসে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ধারাবাহিক ভূমিকম্প আসার কারণই হতে পারে এই গোপন পারমাণবিক বিস্ফোরণ।

ভারতের কড়া অবস্থান

এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তানের ইতিহাসই গোপন ও অবৈধ পরমাণু কার্যকলাপের সঙ্গে জড়িত। বহু বছর ধরে তারা আন্তর্জাতিক নিয়ম ভেঙে চোরাচালান ও গোপন চুক্তিতে যুক্ত থেকেছে।” তিনি আরও জানান, ভারত সবসময় এই বিষয়গুলো আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরেছে এবং সতর্ক করেছে।

আরো পড়ুন:  গৌতম গম্ভীরের বড় সিদ্ধান্ত! ইডেন টেস্টে দুই উইকেটরক্ষক-ব্যাটার নিয়ে নামছে ভারত দল

বর্তমান পরিস্থিতিতে বোঝাই যাচ্ছে, পাকিস্তানের এই alleged পরমাণু পরীক্ষা নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কথায় স্পষ্ট ভারত প্রস্তুত, এবং প্রয়োজনে যথাযথ জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *