November 21, 2024
a man standing on a stage - bangadarpan

image collected form internet

শেয়ার করুন

ম্প্রতি GSMA 2023 world congress-এ নোকিয়া CEO পেক্কা লান্ডমার্ক এক অভিনব প্রযুক্তি ফোন কল ব্যবহারের পন্থা দেখিয়েছেন। তিনি এই প্রযুক্তির নাম দিয়েছেন ‘‘immersive audio and video’’।

এই প্রযুক্তির মাধ্যমে ত্রিমাত্রিক ধ্বনিময়তা ফোন ব্যবহারীরের কথোপকথনকে আরো মজাদার এবং আকর্ষণীয় করে তুলবে বলেই আশা প্রকাশ করেছে কোম্পানি। লান্ডমার্ক আরো বলেছেন যে ভবিষ্যতের ফোন কল কেমন হবে, তার একটা ধারণা নোকিয়া দিতে সক্ষম হবে।

প্রসঙ্গত ১৯৯১ সালে যখন পৃথিবীতে 2G প্রযুক্তি চালু হয়, তখন লান্ডমার্ক সেই ঘটনার সাক্ষী ছিলেন। বর্তমান ফোন কলগুলি সাধারণত মোনোফোনিক আ একত্বরোধক। যেখানে এক ব্যক্তির কল অন্য প্রান্তে নির্দিষ্ট ব্যক্তিই কেবল শুনতে পান কিন্তু বর্তমান 3D প্রযুক্তিতে এই কল এক ব্যক্তি থেকে একইসঙ্গে একাধিক ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারবে। ফলে ফোনকল হয়ে উঠবে আরো আকষর্ণীয় এবং যুগোপযোগী।

তবে এই প্রযুক্তি কেবল আগামীদিনের 5G নে্টোয়ার্ক-এ উপলব্ধ। ভবিষ্যতে বিষয়টিকে আরো বৈচিত্র্যময় করে তুলতে পারবে বলেই আশাবাদী নোকিয়া কোম্পানি।

শেয়ার করুন

1 thought on “অভিনব প্রযুক্তি আনল মোবাইল প্রস্তুতকারক কোম্পানি নোকিয়া!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *