রোহিত শর্মাকে ঘিরে নতুন জল্পনা: আবারও কি অধিনায়ক হবেন ২০২৭ বিশ্বকাপে?

rohit sharma

rohit sharma

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের উত্তেজনা এখন তুঙ্গে। দুই ম্যাচের এই সিরিজে ভারত ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে, আর শেষ টেস্টটি চলছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

সিরিজ শেষ হতেই টিম ইন্ডিয়া উড়াল দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশে, যেখানে তাদের অপেক্ষায় রয়েছে সাদা বলের ক্রিকেট। অস্ট্রেলিয়ায় ভারত খেলবে তিনটি একদিনের (ওডিআই) ম্যাচ এবং তার পর পাঁচটি টি–টোয়েন্টি। তবে ক্রিকেটপ্রেমীদের নজর এবার মূলত একজনের দিকেই রোহিত শর্মা।

অধিনায়কত্বে পরিবর্তন, বাড়ছে প্রশ্ন

বোর্ড সম্প্রতি ওডিআই দলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছে তরুণ ওপেনার শুভমান গিলকে। ফলে প্রশ্ন উঠেছে রোহিত শর্মা কি তবে ধীরে ধীরে সরে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটের কেন্দ্রবিন্দু থেকে? বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “রোহিত এখনো ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। তাঁকে পুরোপুরি সরানোর কোনো পরিকল্পনা নেই।”

অভিজ্ঞতার ভরসা রোহিত

২০২৩ সালের বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারত দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় স্বপ্নভঙ্গ ঘটায়, তবুও গোটা টুর্নামেন্টে রোহিতের নেতৃত্বের প্রশংসা করেছিল সমগ্র ক্রিকেটবিশ্ব।

নির্বাচক কমিটির একাংশ মনে করছে, তাঁর অভিজ্ঞতা ও পরিণত নেতৃত্ব তরুণ ক্রিকেটারদের শেখার সুযোগ তৈরি করবে। শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া ও শ্রেয়স আইয়ারদের মতো নতুন প্রজন্মের খেলোয়াড়রা তাঁর সঙ্গে খেলে আরও পরিণত হবেন এই বিশ্বাসই রাখছে বোর্ড।

আরো পড়ুন: গম্ভীরের পরামর্শেই কি বাদ রোহিত শর্মা?

অবসর নয়, সামনে তাকাচ্ছেন রোহিত

বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, “রোহিত নিজে অবসরের চিন্তাও করছেন না। বরং অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে তিনি এখন থেকেই মনোনিবেশ করেছেন।”জানা গেছে, অভিষেক নায়ারের তত্ত্বাবধানে তিনি বিশেষ ফিটনেস ট্রেনিং নিচ্ছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত দু’বছর নিয়মিত খেলার পরিকল্পনা করেছেন।

সিধুর মন্তব্যে তোলপাড়

সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন অধিনায়ক নাভজোত সিং সিধুর একটি মন্তব্য ব্যাপক আলোড়ন ফেলেছে। তিনি বলেছেন “ভারত যদি ২০২৭ সালের বিশ্বকাপ জিততে চায়, তবে বিসিসিআইয়ের উচিত রোহিত শর্মাকে আবারও অধিনায়ক করা।”যদিও এই মন্তব্যের সত্যতা যাচাই করা যায়নি, তবুও ক্রিকেটমহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই বক্তব্য।

আবারও নেতৃত্বে ফেরা সম্ভব?

বোর্ডের অভ্যন্তরীণ সূত্রের ইঙ্গিত সবকিছু পরিকল্পনামাফিক চললে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের নেতৃত্বে ফের দেখা যেতে পারে রোহিত শর্মাকে।তাঁর অভিজ্ঞ নেতৃত্ব ও ঠান্ডা মেজাজই হয়তো পূরণ করতে পারে ২০২৩ সালের অসম্পূর্ণ স্বপ্ন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *