গম্ভীরদের পক্ষপাতের রাজনীতি, শামির ভবিষ্যৎ অন্ধকারে!

mohammed shami

mohammed shami

রনজি ট্রফির বাংলা বনাম গুজরাট ম্যাচের শেষ দিনটা যদি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর আর নির্বাচক প্রধান অজিত আগরকর দেখে থাকেন, তাহলে হয়তো নিজেরাই একটু লজ্জা পেতেন।

কারণ, একটা মানুষ আর কতটা প্রমাণ দেবে? অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার সময় আগরকর বলেছিলেন, তাঁর কাছে মহম্মদ শামির ফিটনেস সংক্রান্ত কোনও আপডেট নেই। ভাবা যায়! দেশের অন্যতম সেরা পেসার ফিট কি না, সেটাই নির্বাচক প্রধান জানেন না!

কলকাতার গরমে শামির ঝড়

আসলে শামি কী ফিট, সেটা ওর পারফরম্যান্সই বলে দিচ্ছে। কলকাতার গরমে একজন পেসার ম্যাচে তিরিশ-চল্লিশ ওভার বোলিং করছে, দুটো ম্যাচে পনেরো উইকেট তুলে নিচ্ছে এটাই সবচেয়ে বড় উত্তর। গুজরাটের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটিংকে কার্যত ভেঙে দিলেন শামি। উত্তরাখণ্ডের বিপক্ষে আগের ম্যাচেও আগুন ঝরিয়েছিলেন।

দলে কি জায়গা মিলবে দক্ষিণ আফ্রিকা সিরিজে?

তাহলে প্রশ্ন উঠছে, এত দারুণ পারফরম্যান্সের পরও কি তিনি দলে জায়গা পাবেন? সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ, কিন্তু গম্ভীর-আগরকরদের ভাবনায় শামি আছেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। গম্ভীর কোচ হয়ে আসার পর থেকে একটা নতুন সংস্কৃতি চোখে পড়ছে যদি তুমি কোচের প্রিয়পাত্র হও, তাহলে পারফর্ম না করলেও দলে জায়গা পাবে; না হলে তুমি মহম্মদ শামি হলেও বাদ পড়তে পারো। না হলে শামিকে ফেলে হর্ষিত রানাকে কেন নেওয়া হবে অস্ট্রেলিয়া সফরে?

আরো পড়ুন: বিশ্বকাপে ফিরছেন মেসি! অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন মহাতারকা

অভিজ্ঞতা বনাম পক্ষপাত

হর্ষিত হয়তো কয়েকটা উইকেট নিয়েছে, কিন্তু ওর অভিজ্ঞতা আর ধারাবাহিকতা কোথায়? ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে উইকেট নেওয়া যতটা সহজ, টেস্টে সেটা অনেক কঠিন। শামি সেই পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন। আর হর্ষিত এখনো ঠিকঠাক দশটা রনজি ম্যাচও খেলেনি।

অস্ট্রেলিয়ায় হর্ষিতের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। সেখানে শামি যেভাবে বল করছে, তাতে মনে হয় না ওর চেয়ে বেশি ফিট আর কেউ আছে। তবুও নির্বাচকদের চোখ যেন তা দেখতে পায় না।

লজ্জার বাস্তবতা

সবচেয়ে দুঃখের জায়গাটা এখানেই এমন বোলিং করেও শামিকে আজ ভাবতে হচ্ছে, “আমি কি আর কখনও ভারতীয় দলে খেলতে পারব?” আগরকর-গম্ভীররা হয়তো হাজারো যুক্তি দেবে, কিন্তু বাস্তবটা সবাই জানে। তারা কার্যত ঠিক করে ফেলেছে শামিকে আর টিমে নেওয়া হবে না, ইনিংসে দশ উইকেট পেলেও নয়। আর এই অবিচার নিয়েও কেউ প্রশ্ন তুলবে না, এটাই সবচেয়ে লজ্জার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *