নবী মুম্বইয়ে বৃহস্পতিবারই জেমাইমা রদ্রিগেস ও হরমনপ্রীত কৌরদের নেতৃত্বে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে উচ্ছ্বাসে মেতেছিল গোটা ভারত। কিন্তু সেই আনন্দ যেন টিকল না একদিনও।
শুক্রবার মেলবোর্নে পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচে সেই একই প্রতিপক্ষের কাছে লজ্জাজনকভাবে হারল সূর্যকুমার যাদবের ভারত। দু’দিনে দুই ভুবন একদিন মহিলাদের জয়, পরদিন পুরুষদের আত্মসমর্পণ।
ব্যাটে-বলে সম্পূর্ণ ব্যর্থ সূর্যকুমাররা
ক্যানবেরায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর মেলবোর্নে ভারতের সামনে ছিল নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। কিন্তু সেই পরীক্ষায় সম্পূর্ণ ফেল করল ভারতীয় দল। আগে ব্যাট করে মাত্র ১২৫ রান তুলতে পেরেছিল তারা, যা অস্ট্রেলিয়া ছ’উইকেট হাতে রেখেই তুলে নেয় প্রায় আট ওভার বাকি থাকতে। ফলে সিরিজ়ে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এখন সিরিজ় জিততে হলে বাকি তিনটি ম্যাচই জিততে হবে সূর্যদের।
উইকেটের পর উইকেট, ভরসা একমাত্র অভিষেক
টসে হার দিয়ে শুরু, আর তারপর ব্যাট হাতে একেবারে বিপর্যয়। তৃতীয় ওভার থেকে উইকেট পড়তে শুরু করে এবং শেষ হয় অলআউট হয়ে। একমাত্র অভিষেক শর্মা (৬৮) ও হর্ষিত রানা (৩৫) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। শুভমন গিল (৫), সূর্যকুমার (১), সঞ্জু স্যামসন (২), তিলক বর্মা (০), অক্ষর পটেল (৭) সকলেই হতাশ করলেন। অভিষেকই একমাত্র লড়লেন, ঝুঁকি না নিয়ে দারুণ শটে রান তুললেন, কিন্তু বাকিরা যেন অন্য গ্রহের ব্যাটসম্যান।
আরো পড়ুন: অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত! হরমনপ্রীত কৌরদের একটাই লক্ষ্য দেশের মাটিতে বিশ্বকাপ জেতা
গম্ভীরের নির্দেশ মানছে তো দল?
টি-টোয়েন্টি সিরিজ়ের আগে গৌতম গম্ভীর বলেছিলেন, দল খেলবে ভয়ডরহীন ক্রিকেট। কিন্তু ভয়ডরহীন মানে কি অযথা শট মেরে আউট হওয়া? ৩২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরও কারও মধ্যে স্থিরতা দেখা গেল না। কঠিন সময়ে ঘর বাঁচিয়ে খেলার মানসিকতা যে কতটা দরকার, সেটাই হয়তো এবার বুঝবেন গম্ভীর।
বল হাতে ব্যর্থতা, আলো কেড়ে নিলেন মার্শ
হর্ষিত বল হাতে যেমন রান দিয়েছেন (২ ওভারে ২৭), তেমনি ব্যাটে তুলেছিলেন একই রকম ধীর ইনিংস। বুমরাহ এক প্রান্তে লড়লেও অপর প্রান্তে হর্ষিতের ব্যর্থতা ম্যাচটাকে একেবারে হাতছাড়া করে দেয়। মিচেল মার্শ ২৬ বলে ৪৬ রান করে কার্যত একাই ম্যাচ বের করে নিয়ে যান।
শিক্ষা একটাই আত্মবিশ্বাস ঠিক রাখো, অতিরিক্ত নয়
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই হার ভারতের জন্য বড় বার্তা। অতিরিক্ত আত্মবিশ্বাসে ভেসে গেলে যে বড় ক্ষতি হতে পারে, মেলবোর্নে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবার দেখতে হবে, পরের ম্যাচে সূর্যকুমার যাদবরা কতটা বদল আনতে পারেন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে।



