আর্জেন্টিনার তারকা ফুটবলার লিয়োনেল মেসি আগামী কয়েক বছর আর কোথাও যাচ্ছেন না। ইন্টার মায়ামির সঙ্গে নিজের চুক্তির মেয়াদ বাড়িয়ে দিলেন এই কিংবদন্তি। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মেসি ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়েই মেজর লিগ সকারে খেলবেন।
ইন্টার মায়ামির বিবৃতিতে বলা হয়েছে, “ইন্টার মায়ামি ঘোষণা করছে যে, তারা ক্লাবের অধিনায়ক, আট বারের ব্যালন ডি’অর জয়ী এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিয়ো মেসির সঙ্গে ২০২৮ সালের মেজর লিগ সকার পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে।”
ক্লাবের সঙ্গে থাকতে পেরে খুশি মেসি
চুক্তি নবীকরণের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন, “ইন্টার মায়ামির সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই খুশি। নতুন চুক্তি করার সুযোগ পেয়ে আনন্দিত। আমরা সবাই এখন উত্তেজিত যে, অবশেষে মায়ামির নতুন স্টেডিয়াম ‘ফ্রিডম পার্ক’-এ খেলতে পারব। আমরা সেই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
নতুন উচ্চতায় ইন্টার মায়ামি
২০২৩ সালে প্যারিস সঁ জঁ থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন লিয়োনেল মেসি। তার আগমনের পর থেকেই বদলে যায় ক্লাবের চেহারা। এই মরসুমে মেসি ২৯টি গোল করেছেন, যা দলের পারফরম্যান্সে বিশাল প্রভাব ফেলেছে। মায়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে শেষ করেছে এবং প্লে-অফে জায়গা করে নিয়েছে।
আরো পড়ুন: ভারতে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম তুলল পাকিস্তান
ফুটবল জীবনের শেষ অধ্যায় ইন্টার মায়ামিতেই?
মেসি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ইন্টার মায়ামিতেই হয়তো তিনি নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন। চুক্তির মেয়াদ বাড়ানোয় সেই সম্ভাবনা আরও জোরালো হল। এখন দেখার বিষয়, আগামী তিন বছরে আমেরিকার মাটিতে আর কতটা জাদু দেখাতে পারেন বিশ্বের এই সেরা ফুটবলার।



