ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার আগে রাজ্যজুড়ে চলছে জোর কদমে প্রস্তুতি। এবার সেই প্রস্তুতিরই অংশ হিসেবে কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিএলও (Booth Level Officer) দের প্রশিক্ষণ শিবির।
আগামী ৩ নভেম্বর, সোমবার পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। এরপর ৪ নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণের কাজ শুরু করবেন বিএলওরা।
কোথায় চলছে প্রশিক্ষণ?
কলেজ স্ট্রিটের ডিরোজিও হল এবং জেসপ বিল্ডিংয়ের তৃতীয় তলার কনফারেন্স হলে চলছে এই প্রশিক্ষণ শিবির। সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দু’টি দফায় চলছে প্রশিক্ষণ। প্রথম দফায় ডিরোজিও হলে চৌরঙ্গী, বেলেঘাটা ও জোড়াসাঁকো কেন্দ্রের বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দ্বিতীয় দফায় প্রশিক্ষণ পাবেন এন্টালি, শ্যামপুকুর ও কাশীপুর-বেলগাছিয়া এলাকার বিএলওরা। অন্যদিকে মানিকতলা এলাকার বিএলওদের জন্য প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছে জেসপ বিল্ডিংয়েই।
ধাপে ধাপে চলছে প্রশিক্ষণ প্রক্রিয়া
গত সোমবার রাজ্যে এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকেই চলছে টানা বৈঠক ও প্রশিক্ষণ। প্রথমে রাজ্যের সিইও দপ্তরে প্রশিক্ষণ দেওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিকদের। তাঁরা প্রশিক্ষণ দেন ইআরও (Electoral Registration Officer) এবং এইআরও (Assistant Electoral Registration Officer) দের। এরপর ইআরও ও এইআরওরা প্রশিক্ষণ দেন বিএলও সুপারভাইজারদের, আর এখন পালা বিএলওদের ময়দানে নামার।
আরো পড়ুন: ভোটার লিস্ট থেকে নাম উধাও? নির্বাচন কমিশন আনল নতুন ওয়েবসাইট
কবে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ?
জানা গিয়েছে, রাজ্যের প্রায় ৯০ হাজার বুথে কাজ করবেন বিএলওরা। তাঁদের সহায়তা করবেন বিএলএ-১ ও বিএলএ-২।
প্রশিক্ষণ শেষ হওয়ার পর আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ। যারা রাজ্যের বাইরে বা বিদেশে থাকেন, তারাও অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখগুলি
- খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৯ ডিসেম্বর
- অভিযোগ জানানোর সময়সীমা: ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি
- অভিযোগ খতিয়ে দেখা: ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি
- চূড়ান্ত তালিকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি
এই প্রশিক্ষণের মাধ্যমে আশা করা হচ্ছে, এবারের ভোটার তালিকা সংশোধনের কাজ আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের নজর এখন কলকাতার প্রশিক্ষণ পর্বেই।



