বিদায় জানিয়ে নতুন অধ্যায় শুরু করলেন কেন উইলিয়ামসন

ken williamson

ken williamson

আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগেরও বেশি সময় ধরে নিজের ব্যাটে ভরসা জুগিয়েছেন কেন উইলিয়ামসন। শান্ত মেজাজ, নিখুঁত টেকনিক আর স্থির মানসিকতায় গড়ে তুলেছিলেন এক অনন্য ক্রিকেট জীবন। আজ সেই কিউয়ি তারকা ঘোষণা করলেন তিনি আর টি-২০ ক্রিকেট খেলবেন না। ১০০তম ম্যাচের দোরগোড়ায় দাঁড়িয়েও, আবারও বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া করেও সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় জানালেন আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার।

উইলিয়ামসন জানিয়েছেন, এখন থেকে তিনি টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেই বেশি মন দিতে চান। তাঁর কথায়, “দলকে যেখানে সবচেয়ে বেশি সাহায্য করতে পারব, সেই দিকেই এখন মন দিচ্ছি। তাই টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোই আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে।”

বোর্ডের চুক্তি না নেওয়া থেকেই শুরু হয়েছিল জল্পনা

চলতি বছর নিউজিল্যান্ড বোর্ডের কেন্দ্রীয় চুক্তি গ্রহণ করেননি উইলিয়ামসন। টানা দ্বিতীয় বছর এমন সিদ্ধান্তে জল্পনা ছড়ায়, তবে কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত দিচ্ছেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক? অবশেষে সেই জল্পনাই আংশিক সত্যি হল। এবার প্রথম পদক্ষেপ নিলেন টি-২০ থেকে সরে দাঁড়িয়ে।

আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে বসবে টি-২০ বিশ্বকাপ। কিন্তু মেগা টুর্নামেন্টের আগেই অবসর ঘোষণা করে সবাইকে অবাক করলেন কেন। অর্থাৎ, তাঁর হাতে বিশ্বকাপ তোলার স্বপ্ন অধরাই রয়ে গেল।

রেকর্ডে ভরা উইলিয়ামসনের টি-২০ অধ্যায়

পুরুষদের টি-২০ ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান উইলিয়ামসনেরই। তাঁর নেতৃত্বেই ২০২১ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে কিউয়িরা, যদিও শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া। এছাড়া ২০১৬ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও সেমিফাইনালে তুলেছিলেন দলকে।

আরো পড়ুন: বিশ্বকাপ ফাইনালে টসে হেরে ব্যাট হাতে ভারত

টি-২০ বিশ্বকাপের নকআউট পর্বে সর্বাধিক রান করা অধিনায়ক, কিউয়ি জার্সিতে সর্বোচ্চ গড়, সবচেয়ে বেশি চার, সবচেয়ে বেশি ম্যাচ খেলার মতো একাধিক রেকর্ড আজও তাঁর নামে।

কেন উইলিয়ামসনের বিদায়ে এক যুগের অধ্যায় শেষ হল নিউজিল্যান্ড ক্রিকেটে। তবে টেস্ট আর ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে আরও অনেক গল্প লেখা বাকি এমনটাই মনে করছে ক্রিকেট দুনিয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *