করুণ নায়ার: সাত বছর পর ভারতীয় টেস্ট দলে ফেরার সুযোগ পেয়েছিলেন করুণ নায়ার। ইংল্যান্ড সফরে চারটি টেস্টে খেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ফলস্বরূপ, জাতীয় নির্বাচকরা তাঁকে আর তৃতীয়বারের মতো সুযোগ দেননি। মাত্র এক মাস আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। কিন্তু এবার ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে যেন নীরব প্রতিবাদ জানালেন করুণ নায়ার।
রনজি ট্রফিতে গোয়ার বিরুদ্ধে ২৬৭ বলে ১৭৪ রানের দারুণ ইনিংস খেলেছেন করুণ। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা। এই ইনিংসের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে করুণ বলেন, “এটা অবশ্যই হতাশার। গত দু’বছরে আমি যেভাবে খেলেছি, তাতে সুযোগের দাবিদার ছিলাম। হয়তো সবাই একমত নাও হতে পারেন, কিন্তু আমি মনে করি আমার আরও ভালো কিছু পাওয়ার ছিল।”
জাতীয় দলে ফেরার বিষয়ে আশাবাদী করুণ স্পষ্ট করে দেন, তিনি হাল ছাড়ছেন না। তাঁর কথায়, “আমার কাজ রান করা, এর বাইরে কিছু বলার নেই। দেশের হয়ে আবার খেলতে চাই এটাই আমার একমাত্র লক্ষ্য। তবে আপাতত আমি যে দলের হয়ে খেলছি, তাদের জয় এনে দেওয়াই আমার প্রধান উদ্দেশ্য।”
উল্লেখ্য, করুণের সেঞ্চুরিতে ভর করে কর্নাটক প্রথম ইনিংসে করে ৩৭১ রান। তাঁর এই ইনিংস ঘরোয়া ক্রিকেটে ফের আত্মবিশ্বাস জাগালেও জাতীয় দলে ফেরা যে সহজ হবে না, তা ভালো করেই জানেন করুণ।
আরো পড়ুন: বিশ্বকাপে ফিরছেন মেসি!
ইংল্যান্ডে চার টেস্টে সুযোগ পেয়ে মাত্র ২০৫ রান করেছিলেন তিনি, সর্বোচ্চ স্কোর ছিল ৫৭। তাই অনেকেই মনে করছেন, এই দুর্বল পরিসংখ্যানই তাঁর বাদ পড়ার প্রধান কারণ। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি যেন স্পষ্ট করে দিলেন করুণ নায়ারের টেস্ট কেরিয়ার এখনও শেষ হয়নি।



