দেশের ৫৩ নম্বর প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত

সূর্য কান্ত

সূর্য কান্ত

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। সোমবার বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের কাছে তাঁর নাম সুপারিশ করেছেন।

২৩ নভেম্বর অবসর নিচ্ছেন বিচারপতি গাভাই, আর তার পরদিনই, অর্থাৎ ২৪ নভেম্বর থেকে দেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ পদে বসবেন বিচারপতি সূর্য কান্ত।

আনুষ্ঠানিক সুপারিশ পাঠালেন সিজেআই গাভাই

নিয়ম অনুযায়ী, বর্তমান প্রধান বিচারপতির অবসর গ্রহণের প্রায় এক মাস আগে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সেই অনুযায়ী আইন মন্ত্রক চিঠি পাঠিয়েছিল সিজেআই গাভাইকে তাঁর উত্তরসূরির নাম জানানোর জন্য। গত সপ্তাহে তার উত্তরেই তিনি বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণতম বিচারপতি। সব ঠিকঠাক থাকলে তিনি দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন এবং প্রায় এক বছর দুই মাস এই পদে থাকবেন।

গ্রামের ছেলে থেকে দেশের প্রধান বিচারপতি

হরিয়ানার হিসার জেলার এক ছোট্ট গ্রামে জন্ম বিচারপতি সূর্য কান্তের। গ্রামের স্কুলেই মেঝেতে বসে পড়াশোনা করেছেন ছোটবেলা। জীবনের প্রথম শহর দেখা তাঁর দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার সময়। পরে হরিয়ানার রোহতকের এক আইন কলেজ থেকে LLB পাশ করে জেলা আদালতে কর্মজীবন শুরু করেন। ধাপে ধাপে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত উঠেছেন নিজের মেধা, পরিশ্রম আর অধ্যবসায়ের জোরে।

আরো পড়ুন: কুয়ালালামপুরে জয়শঙ্কর-রুবিয়ো সাক্ষাৎ

সংগ্রামী জীবনের অনুপ্রেরণা

নিজের জীবনের কঠিন সময়গুলো কখনও ভোলেননি বিচারপতি সূর্য কান্ত। নানা সময়ে বক্তৃতায় তিনি উল্লেখ করেছেন কেমনভাবে এক সাধারণ গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসে আজ দেশের বিচারব্যবস্থার শীর্ষে পৌঁছেছেন। তাঁর এই যাত্রাপথ অনেক তরুণের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

সব ঠিকঠাক থাকলে ২৪ নভেম্বর থেকেই দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্বে দেখা যাবে এই সংগ্রামী আইনজীবীকে বিচারপতি সূর্য কান্ত, যিনি হতে চলেছেন ভারতের ৫৩ তম প্রধান বিচারপতি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *