জেমসের নতুন অধ্যায়: একষট্টি বছরেও পিতৃত্বের আনন্দ

জেমস

জেমস

‘গ্যাংস্টার’, ‘লাইফ ইন আ মেট্রো’-এর মতো হিট সিনেমার গান গেয়ে ভারতীয় ভক্তদের হৃদয় জয় করেছিলেন বাংলাদেশি গায়ক জেমস। নিজের শর্তে চলা এই শিল্পী বরাবরই কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দু। এবার নতুন করে শিরোনামে উঠে এসেছেন তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন, এবং একষট্টি বছর বয়সে চতুর্থবার পিতৃত্বের আনন্দ উপভোগ করছেন।

অতীতের সম্পর্ক ও বিয়ে

জেমসের জীবনে এর আগে দুটি বিয়ে হয়েছে। ১৯৯১ সালে প্রথম বিয়ে সম্পন্ন হয় অভিনেত্রী রথির সঙ্গে, যেখান থেকে তাঁর এক পুত্র এবং এক কন্যাসন্তান। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০০০ সালে বেনজির সাজ্জাদের সঙ্গে আলাপের পর জীবন নিল নতুন মোড়। মার্কিন মুলুকে গিয়ে দ্বিতীয় বিয়ে করেন জেমস, এবং এই সম্পর্ক থেকেও এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। কিন্তু ২০১৪ সালে পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদ ঘটে। এরপর একদশক জেমস পুরোপুরি সঙ্গীতের কাজেই মন দেন।

তৃতীয় বিয়ে ও নতুন পিতৃত্ব

গত বছর জেমস তৃতীয় বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত, মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে। তবে তখন তিনি বিয়ের খবর প্রকাশ করেননি। এবার জানা গেল, চলতি বছরের জুনে নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁদের সংসারে জন্ম হয়েছে এক পুত্রসন্তানের। একমাস সেখানে কাটিয়ে সম্প্রতি সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন তাঁরা।

আরো পড়ুন: দাবা বিশ্বের শোক, গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোদিতস্কির অকাল বিদায় আলোড়ন তুলল

নামিয়া আমিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। চতুর্থবার পিতৃত্বের আনন্দে উচ্ছ্বাসিত জেমস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আল্লাহকে ধন্যবাদ, তিনি আমাকে সুস্থ সন্তান দিয়েছেন। সকলে মা ও সন্তানের জন্য প্রার্থনা করবেন।”

ভক্তদের শুভেচ্ছা ও আশা

নতুন সংসার, নতুন পিতৃত্ব, আর সঙ্গীতের ব্যস্ত সময়ের মাঝেও জেমস যেন নতুন উদ্দীপনায় ভরে উঠেছেন। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন, আর সকলেই আশা করছেন, এই নতুন অধ্যায় তাঁকে জীবনের আরও আনন্দ দেবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *