
Picture: italy vs albania - Euro 2024
ইউরো কাপে আলবানিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতেও দুশ্চিন্তায় ইতালি। ইউরোপ ইতিহাসে সবথেকে কম সময়ে গোল করার রেকর্ড করল আলবানিয়া। তা সত্ত্বেও ইতালির বিরুদ্ধে জিততে পারল না আলবানিয়া।
ইতালি জিতল ২-১ গোলে। আলবানিয়ার হয়ে ২২ সেকেন্ডের দ্রুততম গোলটি করেন নেদিম বাজরামি। দশ মিনিটের মধ্যে ম্যাচের সমতা ফেরান ইতালির আলেসান্দ্রো বাস্তোনি। ১৫ মিনিটের মাথায় ইতালির দ্বিতীয় গোলটি করে নিকোলো বারেল্লা।
এরপর আর কোনও গোল করতে পারেনি আলবানিয়া। তবে ইতালি এই ম্যাচ জিতলেও তাদের চিন্তা থেকেই গেল। কারণ গোল করার লোকের অভাব।
আলবানিয়ার মত দুর্বল টিমের বিপক্ষে যদি এভাবে কষ্ট করে জিততে হয়, তাহলে ক্রোয়েশিয়া বা স্পেনকে হারাতে বেগ পেতে পারে ইতালি।