আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড় রোহিণী কালামের রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ

রোহিণী কালাম

রোহিণী কালাম

রোহিণী কালাম: মধ্যপ্রদেশের দিওয়াসে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হল আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের।

নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ৩৫ বছরের এই ক্রীড়াবিদের দেহ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।

পরিবারের চোখের সামনে মর্মান্তিক দৃশ্য

ঘটনাটি ঘটেছে দিওয়াসের রাধাগঞ্জের অর্জুন নগরে। রবিবার সকালে রোহিণীর বোন প্রথম তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা বাঁচাতে পারেননি। ঘটনার সময় রোহিণীর মা মন্দিরে গিয়েছিলেন অন্য কন্যার সঙ্গে, আর তাঁর বাবা, যিনি ব্যাংক নোট প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী, তিনিও বাড়িতে ছিলেন না। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

চাকরির চাপেই কি চূড়ান্ত সিদ্ধান্ত?

রোহিণীর এক বোন, রোশনি, জানিয়েছেন যে, দিদি মার্শাল আর্টের এক বেসরকারি স্কুলে কোচিং করাতেন এবং চাকরি নিয়ে প্রবল মানসিক চাপে ছিলেন। শনিবারই তিনি দিওয়াসে আসেন। রবিবার সকালে চা-জলখাবার সেরে কারও সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন। তারপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। রোশনির কথায়, “চাকরি নিয়ে খুব চিন্তিত ছিল দিদি। সহকর্মীরা বিরক্ত করত, এমনকি স্কুলের প্রিন্সিপালও এতে জড়িত। ফোনে ওর কথা বলার ভঙ্গি শুনেই বুঝেছিলাম কিছু একটা গণ্ডগোল আছে।”

অপূর্ণ স্বপ্ন, ভাঙা মনোবল

রোহিণী পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন। তাঁর বাবা পুলিশকে জানিয়েছেন, তিনি আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন। গত দু’বছর ধরে বিক্রম পুরস্কারের জন্য চেষ্টা করলেও মনোনীত হননি। সম্প্রতি একাধিক বিয়ের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছিলেন। প্রায় পাঁচ মাস আগে তাঁর অস্ত্রোপচার হয়।

আরো পড়ুন: দেশের ৫৩ নম্বর প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত

দেশের হয়ে লড়াই করা এক ক্রীড়াবিদ

২০০৭ সালে রোহিণী তাঁর কেরিয়ার শুরু করেন। পেশাদার জুৎসু খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ ২০১৫ সালে। হ্যাংজু এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে ছিলেন একমাত্র ভারতীয় প্রতিযোগী। এছাড়াও এশিয়ান জুৎসু চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জয় করেন তিনি।

তদন্তে নেমেছে পুলিশ

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে তাঁরা আত্মহত্যার দিকেই ঝুঁকছেন। দেশের এক গর্বিত ক্রীড়াবিদের এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ দিওয়াসসহ গোটা ক্রীড়া মহল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *