ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলেই টিকে থাকবে আশা, চাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল

india women vs england women

india women vs england women

পরপর দু’টি হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের সেমিফাইনালে ওঠার স্বপ্নকে বেশ কঠিন করে তুলেছে। টানা দুই ম্যাচে হেরে এখন প্রবল চাপে ওমেন ইন ব্লু। এমন অবস্থায় রবিবার ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। ম্যাচটা একরকম ‘ডু অর ডাই’ হয়ে দাঁড়িয়েছে হরমনপ্রীত কৌরদের জন্য।

সেমিফাইনালে জায়গা পেতে হলে, বাকি থাকা তিনটি ম্যাচের মধ্যে অন্তত দু’টিতে জয় আনতেই হবে ভারতকে। তবে দলের মনোবলে কোনও চিড় ধরেনি বলে জানালেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। শনিবার তিনি বলেন, “হ্যাঁ, আমরা শেষ দু’টি ম্যাচে হেরেছি, কিন্তু প্রথম দু’টি ম্যাচে জিতেছিলাম। তাই মন খারাপ করার কিছু নেই। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামব।”

আরো পড়ুন: অগ্নিপরীক্ষার আগে হুঙ্কার বিরাটের!

আত্মবিশ্বাসী দীপ্তি, অধিনায়কের পাশে পুরো দল

কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছিল ভারত। সেই জয়ের স্মৃতিই এখন দলের কাছে বড় প্রেরণা। দীপ্তি জানিয়েছেন, “আমরা জানি ইংল্যান্ডকে হারানো সম্ভব। সেই অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।”
যদিও অধিনায়ক হরমনপ্রীত কৌর এখনও রানের মধ্যে নেই, তবুও তাঁর পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা। দীপ্তির মতে, “ক্যাপ্টেন সবসময় দলকে এগিয়ে নিয়ে গেছেন। খুব শিগগিরই উনি আবার ফর্মে ফিরবেন।”

পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ভারত, সামনে কঠিন চ্যালেঞ্জ ইংল্যান্ড

বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল ভারতের। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে ঝড় তুলেছিল রিচা ঘোষরা। কিন্তু পরের দুই হারে সেই গতি থেমে গেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ভারত, চার ম্যাচে চার পয়েন্ট তাদের ঝুলিতে। নেট রান রেট এখনও ইতিবাচক থাকায় আশা পুরোপুরি শেষ হয়নি।

তবে এবার প্রতিপক্ষ ইংল্যান্ড যারা এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। তাই এই ম্যাচে জয় পেলে শুধু মনোবলই ফিরবে না, সেমিফাইনালের রেসেও জোর টক্কর দেবে ভারতীয় মেয়েরা। এখন দেখার, রবিবার ইন্দোরে হরমনপ্রীতরা পারেন কি না হারানো ছন্দটা ফিরে পেতে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *