অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত! হরমনপ্রীত কৌরদের একটাই লক্ষ্য দেশের মাটিতে বিশ্বকাপ জেতা

Harmanpreet Kaur

Harmanpreet Kaur

নবি মুম্বইয়ের মাঠে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে হরমনপ্রীত কৌরেরা। এই জয়ের পর থেকেই পুরো দল এখন ফাইনাল নিয়েই ভাবছে।

অধিনায়ক হরমনপ্রীত কৌর জানালেন, “আর একটা ম্যাচ বাকি। এখন থেকে ফাইনালের পরিকল্পনা শুরু করে দিয়েছি। দেশের মাটিতে বিশ্বকাপ জেতা এক অন্য রকম অনুভূতি হবে, যা আমরা সমর্থকদের উপহার দিতে চাই।”

জেমাইমাহরমনের দুর্দান্ত জুটি

রান তাড়া করতে নেমে হরমনপ্রীত ও জেমাইমা রদ্রিগেজ়ের জুটি ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়। হরমন ৮৯ রানে আউট হলেও, জেমাইমা ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। হরমন বলেন, “জেমাইমা সব সময় হিসাব করে খেলে। ও এমনভাবে স্কোর গণনা করছিল, মনে হচ্ছিল গণিতজ্ঞের সঙ্গে ব্যাট করছি!”

আরো পড়ুন: জেমাইমার ঝড়ে অজি বধ

পুরনো ভুল থেকে শিক্ষা

ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে হারের পর থেকেই হরমনপ্রীত বুঝেছিলেন, ঝুঁকি না নিলে জয় আসে না। তাই এবার সেই ভুল আর করেননি। তিনি বলেন, “ইংল্যান্ড ম্যাচে ঝুঁকি নিইনি, তাই চাপ বেড়েছিল। এবার মাঝেমাঝে ঝুঁকি নিয়েছি। চাইনি শেষ দিকে অনেক রান বাকি থাকুক, সেটাই কাজে লেগেছে।”

কোচের সঙ্গে আবেগঘন মুহূর্ত

খেলা শেষে কোচ অমল মুজুমদারকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন অধিনায়ক হরমনপ্রীত। তিনি বলেন, “এই দলটাকে তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ভুল করেছি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। আজ তার ফল পেয়েছি।”

সমর্থকদের উদ্দেশে বার্তা

এই জয়ের কৃতিত্ব দিয়েছেন সমর্থকদেরও। হরমনপ্রীত বলেন, “যখন আমরা হারছিলাম, তখনও ওরা আমাদের পাশে ছিল, ভরসা দিয়েছে। তাই ফাইনালে বিশ্বকাপ জিতে সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই।”

এখন গোটা দেশ তাকিয়ে আছে রবিবারের ফাইনালের দিকে, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। হরমনপ্রীতদের লক্ষ্য একটাই দেশের মাটিতে বিশ্বকাপ ট্রফি জেতা!

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *