অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দুটি ওয়ানডেতে হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে ভারত। এবার সিডনিতে তৃতীয় ও শেষ ম্যাচে শুধুই সম্মানরক্ষার লড়াই শুভমান গিলদের সামনে। কিন্তু তার আগেই উঠছে একাধিক প্রশ্ন এই ম্যাচে কি বদল আসবে প্রথম একাদশে? সুযোগ কি মিলবে কুলদীপ যাদবের হাতে?
কোহলি–রোহিতের ফোকাসে চাপের মুখে দল
বিরাট কোহলি ও রোহিত শর্মা সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। আর তাঁদের ঘিরেই তৈরি হয়েছে অস্ট্রেলিয়া সিরিজের সমস্ত চর্চা। কিন্তু এই আলোচনার আড়ালে থেকে যাচ্ছে দলের দুর্বলতা, কোচ গৌতম গম্ভীরের বিতর্কিত দল নির্বাচন, আর একের পর এক ভুল সিদ্ধান্ত। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া হওয়ায় ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, রোহিত-বিরাট আসলে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন গম্ভীরের জন্য। ওদের পারফরম্যান্স নিয়েই সবাই ব্যস্ত, ফলে বাকিদের ব্যর্থতা চাপা পড়ে যাচ্ছে।
অধিনায়ক শুভমানের ফর্মে ফিরে আসার লড়াই
অধিনায়ক শুভমান গিল এখনও রানের খাতা খুলতে পারছেন না। শেষ ম্যাচে ওপেনিংয়ে নেমে তিনি ফর্মে ফিরতে মরিয়া। সঙ্গী হবেন রোহিত শর্মা। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি, যিনি পরপর দু’টি শূন্যের পর এবার চাপের মুখে। এর পরেই ব্যাট করতে দেখা যাবে শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল ও নীতীশ রেড্ডিকে।
আরো পড়ুন: ভারতে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম তুলল পাকিস্তান
কুলদীপের সুযোগের সম্ভাবনা
তবে সবচেয়ে বড় প্রশ্ন, কুলদীপ যাদব কি ফিরবেন একাদশে? বিশেষ করে সিডনির স্পিন সহায়ক পিচে তাঁকে খেলানোটা যুক্তিযুক্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন সুন্দরের জায়গায় অন্তত একটি ম্যাচে কুলদীপকে দেখা যেতে পারে। পেস বিভাগে হর্ষিত রানা, অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ থাকছেন প্রথম সারিতে। যদিও হর্ষিতকে নিয়ে গম্ভীরের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, তাই তাঁর বদলে প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সিডনির আবহাওয়া অনুকূলে
এদিকে, সিডনির আবহাওয়ায় এবার আর বৃষ্টির আশঙ্কা নেই। সারাদিনই রোদ ঝলমলে আকাশ, তাপমাত্রা ১৬ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকবে। অর্থাৎ আবহাওয়া ক্রিকেটের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এখন দেখার, হারানো আত্মবিশ্বাস ফেরাতে পারে কি না টিম ইন্ডিয়া।



