বৃষ্টিতে ভেসে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ!

india australia t20 match

india australia t20 match

ক্যানবেরার মানুকা ওভালে বুধবার রাতে দু’দফা বৃষ্টির দাপটে ভেস্তে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমে খানিকটা খেলা হলেও শেষ পর্যন্ত প্রকৃতির বাধায় ম্যাচ আর সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

প্রথমে ভারতের ইনিংসের ৫ ওভারের মাথায় বৃষ্টি নামতেই প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। এরপর দু’দলের ইনিংস থেকে ২ ওভার করে কমিয়ে দেওয়া হয়। পুনরায় খেলা শুরু হলেও ৯.৪ ওভারের পর আবার নেমে আসে ভারী বৃষ্টি। দ্বিতীয় দফার বৃষ্টিটা এতটাই তীব্র ছিল যে, মাঠ আর খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়নি।

অবশ্য বৃষ্টি থেমে গেলেও ম্যাচ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। এর প্রধান কারণ ক্যানবেরার একটি বিশেষ নিয়ম ফ্লাডলাইট কার্ফু’। এই মানুকা ওভালের চারপাশে আবাসিক এলাকা থাকায় প্রতি রাত ১১টার পর স্বয়ংক্রিয়ভাবে নিভে যায় স্টেডিয়ামের আলো। তাই রাত ১১টার পর আর কোনও খেলা চালানো সম্ভব নয়।

আরো পড়ুন: গম্ভীরদের পক্ষপাতের রাজনীতি, শামির ভবিষ্যৎ অন্ধকারে!

আম্পায়াররা হিসেব করেছিলেন, যদি অন্তত ৫ ওভারের খেলা করাতে হয়, তাহলে স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের মধ্যেই খেলা শুরু করতে হবে, যাতে ১১টার মধ্যে শেষ করা যায়। কিন্তু বৃষ্টি না থামায় সেটি অসম্ভব হয়ে পড়ে। শেষমেশ প্রায় ১ ঘণ্টা ৪ মিনিট অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এই ‘ফ্লাডলাইট কার্ফু’-ই শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যদি এমন নিয়ম না থাকত, হয়তো আম্পায়াররা আরও কিছুটা সময় অপেক্ষা করতেন। কিন্তু নিয়মই শেষ কথা তাই ক্যানবেরার বৃষ্টিস্নাত রাতে দর্শকদের হতাশ করেই থেমে গেল প্রথম টি-টোয়েন্টি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *