মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে একেবারে রূপকথার মতো গল্প লিখে ফেলল ভারতীয় মহিলা দল। নবি মুম্বইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করল ‘উইমেন ইন ব্লু’।
অস্ট্রেলিয়ার শক্তিশালী শুরু, শতরান লিচফিল্ডের
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া গড়ে তোলে ৩৩৮ রানের বিশাল স্কোর। ফিবি লিচফিল্ড খেলেন অসাধারণ ১১৯ রানের ইনিংস মাত্র ৯৩ বলে। তাঁর সঙ্গে ৭৭ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ এলিস পেরি। শেষদিকে অ্যাশ গার্ডনারের ৪৫ বলে ৬৩ রানের ঝড়ে একেবারে চমকে যায় ভারতীয় বোলাররা। ভারতের হয়ে শ্রি চরাণি নেন ২টি উইকেট ৪৯ রানে, আর দীপ্তি শর্মাও তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
রেকর্ড তাড়া করতে নেমে ভারতের লড়াই
৩৩৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ভারত হারায় শেফালি ভার্মার দ্রুত উইকেট। কিন্তু এরপর শুরু হয় ইতিহাস রচনার গল্প। স্মৃতি মান্ধানা (৮১) এবং জেমিমা রদ্রিগেজ (১০৪*) মিলে গড়ে তোলেন ম্যাচ ঘুরিয়ে দেওয়া পার্টনারশিপ। অধিনায়ক হারমানপ্রীত কউর যোগ করেন গুরুত্বপূর্ণ ৫৭ রান। শেষ পর্যন্ত জেমিমার অপরাজিত সেঞ্চুরিতে ভারত ৪৮.৩ ওভারে পৌঁছে যায় লক্ষ্যে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে এটি ইতিহাসের সর্বোচ্চ সফল রান তাড়া!
আরো পড়ুন: অজিদের বিরুদ্ধে আজ অঘটনের খোঁজে টিম ইন্ডিয়া
ফাইনালে ভারতের স্বপ্নপূরণের সুযোগ
এই জয়ের সঙ্গে ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে পৌঁছল। ২০১৭ সালে যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা সেমিফাইনালে জিতেছিল, ঠিক সেই স্মৃতিই যেন আবার ফিরে এল। দীর্ঘ আট বছর পর অজেয় অস্ট্রেলিয়ার পরাজয় ঘটালেন হারমানদের দল।
ম্যাচের পরিসংখ্যান
অস্ট্রেলিয়া মহিলা দল: ৩৩৮/১০ (৪৯.৫ ওভার)
ভারত মহিলা দল: ৩৪১/৫ (৪৮.৩ ওভার)
ফলাফল: ভারত মহিলা দল ৫ উইকেটে জয়ী
এই জয়ে গোটা দেশ জুড়ে এখন শুধু একটাই সুর “জেমিমা, তুমি ইতিহাস লিখলে!”
ফাইনালে এবার ভারতের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা। এখন দেখার, নিজের মাটিতে কি ভারতীয় নারীরা তুলে নিতে পারে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি?



