অনির্দিষ্ট কালের জন্য থমকে গেল রাজ্যের সমস্ত সরকারি চাকরির পরীক্ষা। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাথায় হাত! আসলে সম্প্রতি হাইকোর্টের তরফে ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত ইসু করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে।
মূলত যে সমস্ত মুসলিম জনগোষ্ঠীকে অন্যান্য অনগ্রসর শ্রেণির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, তার বিরুদ্ধে এই রায় দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে রাজ্য সরকার।
যেহেতু সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মাবকাশ চলছে, তাই কোর্ট খুললে মামলাটি মেনশন করা হবে। এখনই যেহেতু মামলাটি সবোর্চ্চ আদালতে শুনানি হচ্ছে না। সেকারণে বলবৎ থাকছে হাইকোর্টের রায়।
তাই এই মুহূর্তে বর্তমান সংরক্ষণ মেনে পরীক্ষা নিলে ভবিষ্যতে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে চাকরি প্রার্থীদের। তাই আপাতত সমস্ত সরকারি চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
আগামীদিনে সবোর্চ্চ আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে চাকরি প্রার্থীরা।