২০১৪ সালে আর্জেন্টিনাকে পরাজিত করে বিশ্বকাপ জয় করেছিল জার্মানি। কিন্তু ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে জার্মান সমর্থকদের হতাশ করেছিল জার্মান দল। ২০১৮ সালে গ্রুপ লিগেই বিদায় নিতে হয়েছিল জার্মানকে।
২০২২ সালে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল জার্মানরা। এবার ইউরো কাপে সেই হারের বদলা নিতেই মাঠে নেমেছে জার্মানরা। এই টিমে মেসুট ওজিল, সোয়াস্টেন টাইগার হয়তো নেই। কিন্তু আছে একঝাঁক তরুণ ফুটবলার।
যাদের তীব্র গতি এবং ছন্দময় ফুটবল নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিশ্ব ফুটবলকে। দীর্ঘদিন পর জোয়াকিম লোকে সরিয়ে জুলিয়েন নাগেলসম্যানকে কোচ হিসেবে নিয়োগ করেছে জার্মানি। তাঁর নেতৃত্বে দুরন্ত জয় দিয়ে ইউরো শুরু জার্মানির।
রিৎজ খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই জার্মানিকে ১-০ গোলে এগিয়ে দেয়। ১৯ মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন জামাল মুসিয়ালা। শেষমুহূর্তে ১০ জনে খেলে স্কটল্যাণ্ড। কারণ লাল কার্ড দেখেন রায়ান পোতোর্স।
পেনাল্টি পায় জার্মানি। কাই হাভাৎর্জ পেনাল্টিতে ৩-০ গোলে এগিয়ে দেয় জার্মানিকে। ৬৮ মিনিটে নিক্লাস ফুলক্রুর গোল করে ব্যবধান ৪-০ শূন্য করে জার্মানি। খেলার শেষমুহূর্তে জার্মান ডিফেন্ডার রুডিগারের আত্মঘাতী গোলে ৪-১ হয়ে যায় জার্মানি।
ইনজুরি টাইমে এমরে ক্যানে আরো একটি গোল করে ব্যবধান ৫-১ করে দেন।
ইউরো কাপ লাইভ দেখুন এই ওয়েবসাইটে- https://www.sonyliv.com https://ottplay.com
1 thought on “Euro Cup: ঘরের মাঠে স্কটল্যাণ্ডকে ৫-১ গোলে উড়িয়ে ইউরো যাত্রা শুরু জার্মানির”