ছ’ বছর পর ইডেনে টেস্ট ফিরছে! পিচ নিয়ে বড় ঘোষণা করলেন সুজন মুখোপাধ্যায়

Eden Gardens

Eden Gardens

প্রায় ছ’ বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, আর সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। তবে আলোচনার কেন্দ্রে ইডেনের পিচ। শোনা যাচ্ছিল, ভারতীয় দল নাকি ঘূর্ণি সহায়ক উইকেট চেয়েছে।

কিন্তু ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর তৈরি পিচে যেমন থাকবে গতি, তেমনই স্পিনাররাও পাবেন সাহায্য। সঙ্গে খানিক মজাও “ইডেনের পিচ থেকে কেকেআর ছাড়া সব দলই টার্ন পায়।”

ইডেনের পিচ নিয়ে প্রশ্ন উঠতেই সুজন বলেন, “আমার পিচ নিয়ে কোনও অভিযোগের জায়গা নেই। সবসময় ভালো রেটিং পেয়েছি। এই পিচে ব্যাটার-বোলার সবাই সুযোগ পাবে, তাই খেলা হবে জমজমাট। ভারত আর দক্ষিণ আফ্রিকা দুই দলই সমান শক্তিশালী, দুই দলে আছে ভালো ব্যাটার আর বোলার। তবে উইকেট পেতে হলে বোলারদের চেষ্টা করতে হবে, দায়সারাভাবে চলবে না।”

সুজন আরও জানান, শুক্রবার থেকেই পিচে ঘূর্ণির ছাপ দেখা যাবে। তাঁর কথায়, “পিচে ভালো গতি থাকবে, কিন্তু প্রথম দিন থেকেই অল্প অল্প করে টার্ন দেখা দেবে। বিশ্বকাপ সেমিফাইনালেও ঘূর্ণি ছিল, এখানেও থাকবে। তবে অতিরিক্ত ঘূর্ণি নয়। গৌতম গম্ভীর নিজেও এমন উইকেট চান না যেখানে বল আচমকা ঘুরে বসে। ভারত যা চায়, সেই হালকা টার্নই থাকবে শুরু থেকে।”

এদিকে, দক্ষিণ আফ্রিকার কোচও জানিয়েছেন, তাঁদের দলে তিনজন স্পিনার প্রস্তুত ভারতীয়দের মোকাবিলায়। ফলে ইডেনে প্রথম টেস্ট হতে চলেছে সমানে সমান লড়াই।

আরো পড়ুন: শিলিগুড়িতে উঠবে রিচা ঘোষের নামে স্টেডিয়াম, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

শেষে কিউরেটর সুজনের মন্তব্য, “হোম অ্যাডভান্টেজ মানে শুধু বোলারদের সুবিধা দেওয়া নয়, ব্যাটারদেরও রান করার সুযোগ দিতে হবে। সবাই চায় খেলা যেন পাঁচ দিন পর্যন্ত টিকে থাকে। অতিরিক্ত গতি বা ঘূর্ণিতে যদি খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে দর্শকরাও মাঠে আসবেন না।”

সব মিলিয়ে ইডেন গার্ডেন্সে আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে থাকবে ভারসাম্যপূর্ণ পিচ, গতি ও ঘূর্ণির সঠিক মিশেল এমনটাই আশ্বাস ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *