একের পর এক অভিযোগ, ওয়েবসাইট ক্র্যাশ, নাম উধাও সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে চরম সমস্যার মুখে পড়েছিল রাজ্যের মানুষ। নির্বাচন কমিশনের নতুন SIR চালু হওয়ার পর থেকেই এই বিপত্তির শুরু। বহু নাগরিকই অভিযোগ করেছিলেন, ভোটার লিস্ট থেকে হঠাৎ করে তাঁদের নাম উধাও হয়ে গিয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রযুক্তিগত গোলযোগই এর মূল কারণ। অবশেষে সেই সমস্যার সমাধানে এগিয়ে এল নির্বাচন কমিশন। শুক্রবার চালু করা হয়েছে একেবারে নতুন ওয়েবসাইট, যেখানে দেখা যাবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা।
গত সোমবারই রাজ্যে SIR ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই সময় সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়, ২০০২ সালের ভোটার লিস্টে যার নাম রয়েছে, তাঁর কোনও চিন্তার কারণ নেই। এর পরই রাজ্যজুড়ে শুরু হয় হুড়োহুড়ি সবাই ওয়েবসাইটে গিয়ে (ceowestbengal.nic.in/Roll_dist) নিজের ও পরিবারের সদস্যদের নাম খুঁজে দেখার চেষ্টা করেন। কিন্তু সেখানে দেখা দেয় নতুন বিপত্তি। সোমবার সকাল থেকেই ওয়েবসাইট খুলছিল না মোবাইল বা কম্পিউটারে। বৃহস্পতিবার তো পুরোপুরি ক্র্যাশ করে যায় সিইও দপ্তরের সেই ওয়েবসাইট।
আরো পড়ুন: ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে, বাড়ছে রাজনৈতিক উত্তাপ
এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম দেয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তাঁদের দাবি, অনলাইন তালিকার সঙ্গে ২০০২ সালের আসল ভোটার লিস্টের মিল নেই। একাধিক ভোটারের নাম পরিকল্পনামাফিক উধাও করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। তবে কমিশনের দাবি ছিল, ওয়েবসাইটের প্রযুক্তিগত ত্রুটির কারণেই কিছু নাম দেখা যাচ্ছিল না।
অবশেষে শুক্রবার বিকেলে সেই সমস্যার সমাধান করে কমিশন। নতুন ওয়েবসাইট hceowestbengal.wb.gov.in -এ ক্লিক করলেই এখন পাওয়া যাচ্ছে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা। নতুন এই সাইটে আগের তুলনায় আরও সহজভাবে নিজের নাম বা পরিবারের নাম খুঁজে দেখা সম্ভব হবে। কমিশনের আশা, এবার আর ভোটার তালিকা নিয়ে কোনও বিভ্রান্তি বা অভিযোগ থাকবে না।



