মাত্র ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন দাবাড়ু ড্যানিয়েল নারোদিতস্কি। বিশ্বজোড়া খ্যাতি অর্জন করা এই তরুণ গ্র্যান্ডমাস্টারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ দাবার দুনিয়া। সোমবার তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ড্যানিয়েলের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে কিছুই জানানো হয়নি।
তরুণ প্রতিভার হঠাৎ মৃত্যুতে স্তম্ভিত দাবা মহল
মাত্র ১৮ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ড্যানিয়েল। কয়েক সপ্তাহ পরেই তাঁর ৩০তম জন্মদিন ছিল। এমন প্রতিভাবান দাবাড়ুর আকস্মিক মৃত্যুতে হতবাক গোটা বিশ্বের দাবাপ্রেমীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন এবং লিখেছেন, “এটা বিশ্বাস করা যাচ্ছে না।”
ভারতের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এক্স হ্যান্ডেলে লিখেছেন,
“গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোদিতস্কির প্রয়াণে আমি স্তম্ভিত। দাবার ধারাভাষ্যকার ও প্রশিক্ষক হিসাবেও অনবদ্য ছিলেন তিনি। বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাঁর জীবন। দাবার দুনিয়া তাঁর অভাব অনুভব করবে।”
তরুণ ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিতর্কের সুর তুললেন ক্র্যামনিক
তবে ড্যানিয়েলের মৃত্যুকে ঘিরে নতুন প্রশ্ন তুলেছেন রুশ দাবাড়ু ভ্লাদিমির ক্র্যামনিক। এক বন্ধুর সঙ্গে তাঁর চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে ক্র্যামনিকের দাবি, ড্যানিয়েলের মৃত্যু নাকি অতিরিক্ত মাদক সেবনের ফল। তিনি বলেন, “এই মৃত্যু নিয়ে তদন্ত হওয়া উচিত।”
আরো পড়ুন: ট্রাম্পের চমক! হোয়াইট হাউসে গড়ে উঠছে বিশাল বিলাসবহুল বলরুম
সাফল্যের শীর্ষে থাকা এক প্রতিভার অকাল অবসান
উল্লেখ্য, চলতি বছরেই আমেরিকার জাতীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ড্যানিয়েল নারোদিতস্কি। মৃত্যুর সময় তিনি বিশ্বর্যাঙ্কিংয়ে ছিলেন ১৮তম স্থানে। মাত্র ২৯ বছর বয়সেই দাবার বোর্ড ছেড়ে চলে গেলেন তিনি, রেখে গেলেন এক অনন্ত শূন্যতা যা সহজে ভরাট হবে না।



