প্রায় ১০ মাস পর পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নামলেন বাবর আজ়ম। দীর্ঘ বিরতির পর ফেরার ম্যাচেই লিখলেন নতুন ইতিহাস। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১১ রান করলেও, সেই ইনিংসেই তিনি ছুঁয়ে ফেললেন এক বিরল মাইলফলক ভেঙে দিলেন রোহিত শর্মার বিশ্বরেকর্ড।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ২০২৪ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার আগে রোহিত করেছিলেন ৪২৩১ রান। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে নিজের স্কোর ৪২৩৪-এ নিয়ে গিয়ে রোহিতকে টপকে গেলেন বাবর আজ়ম। এই মুহূর্তে তিনিই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক।
রোহিতকে পেছনে ফেলে নতুন শীর্ষে বাবর
বাবরের পরেই রয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি, যার রান ৪১৮৮। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার (৩৮৬৯) এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং (৩৭১০)। অর্থাৎ, দক্ষিণ এশিয়ার দুই তারকাই এখনো শীর্ষ তিনে।
মাত্র ১৩০তম ম্যাচে এই কীর্তি গড়েছেন বাবর আজ়ম। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি শতরান এবং ৩৬টি অর্ধশতরান, স্ট্রাইক রেট ১২৯। অন্যদিকে, রোহিতের রেকর্ড আরও দারুণ ১৫৯ ম্যাচে পাঁচটি শতরান, ৩২টি অর্ধশতরান, স্ট্রাইক রেট ১৪০.৮৯। তবে ২৯টি ম্যাচ কম খেলেই রোহিতকে ছাপিয়ে গেছেন বাবর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সমতা ফিরল পাকিস্তানের
শুক্রবারের ম্যাচে ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ১১০ রানে অল আউট হয়। তাদের হয়ে সবচেয়ে বেশি ২৫ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। পাকিস্তানের ফাহিম আশরফ নেন ৪ উইকেট, সলমন মির্জা ৩টি এবং নাসিম শাহ ২টি। জবাবে ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১১২ রান তুলে সহজ জয় পায় পাকিস্তান।
আরো পড়ুন: মেলবোর্নে ধস! অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় শিক্ষা সূর্যকুমারদের
সাইম আয়ুব ৩৮ বলে অপরাজিত ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্যপ্রান্তে বাবর আজ়ম ছিলেন ১৮ বলে ১১ রানে অপরাজিত। ফেরার ম্যাচেই তাঁর নামের পাশে যুক্ত হল নতুন এক বিশ্বরেকর্ড যা তাঁকে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।



