রাজ্যে ‘এসআইআর’ (SIR) ইস্যু ঘিরে ক্রমেই বাড়ছে আতঙ্কের পারদ। বিজেপির ষড়যন্ত্রের জেরে মানুষকে ভয় দেখানো হচ্ছে এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। ইতিমধ্যেই আতঙ্কে আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে মানুষের পাশে দাঁড়াতে মাঠে নামছে তৃণমূলের লিগাল সেল।
গত মঙ্গলবার জোড়াসাঁকোর সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “চিন্তার কোনও কারণ নেই। তৃণমূলের লিগাল সেল প্রতিটি মানুষের পাশে থাকবে। কেউ সমস্যায় পড়লে আমরা আইনত সাহায্য করব।” তাঁর সেই ঘোষণা অনুযায়ীই এবার রাজ্যজুড়ে কর্মসূচি শুরু করছে তৃণমূলের লিগাল সেল।
১১ নভেম্বর কলকাতা থেকে শুরু হবে কর্মসূচি
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১১ নভেম্বর কলকাতা থেকে শুরু হবে এই বিশেষ কর্মসূচি। সেদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি মিছিল হবে শহরের বিভিন্ন পথ ঘুরে। এরপর দুপুর তিনটেয় ডোরিনা ক্রসিংয়ে অনুষ্ঠিত হবে একটি বৃহৎ জনসভা। এরপর ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা ও সচেতনতামূলক কর্মসূচি করবে তৃণমূলের লিগাল সেল। বিশেষ নজর দেওয়া হবে উত্তরবঙ্গ ও শুভেন্দু অধিকারীর গড়, পূর্ব মেদিনীপুরে।
জনগণকে দেওয়া হবে আইনি সহায়তা
তৃণমূল সূত্রে খবর, বিজেপির “এসআইআর আতঙ্ক” ছড়ানোর প্রচেষ্টা ব্যর্থ করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষকে বোঝানো হবে যে, এসআইআর ফর্ম বা তাতে ভুল তথ্য থাকলে ভয় পাওয়ার কিছু নেই। প্রয়োজনে লিগাল সেল আইনি সহায়তা দেবে।
আরো পড়ুন: পুরুষতান্ত্রিক মানসিকতা বদলালো ভারতীয় ক্রিকেটে
প্রসঙ্গত, প্রায় দশ দিন আগে রাজ্যে শুরু হয়েছে এসআইআর কার্যক্রম। ট্রেনিং শেষে ব্লো (BLO) কর্মীরা ঘরে ঘরে গিয়ে ফর্ম বিতরণ করছেন। কিন্তু ফর্মে ভুল থাকলে কী হবে, নাম বাদ পড়লে কী করবেন এই প্রশ্নে বিভ্রান্ত রাজ্যবাসী। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, “একজনেরও নাম বাদ গেলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।” তবুও সাধারণ মানুষের মনে যে ভয় রয়েই গেছে, তা কাটাতেই তৃণমূলের লিগাল সেল এবার পথে নামছে মানুষের পাশে থেকে তাদের আশ্বস্ত করতে।



