বঙ্গে শুরু হয়ে গিয়েছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর। ২৮ অক্টোবর থেকে চলছে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের প্রশিক্ষণ পর্ব, যা চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এই পরিস্থিতিতে এবার ব্লক লেভেল এজেন্ট (বিএলএ)-দের নিয়ে জরুরি প্রস্তুতি বৈঠকে নামছে তৃণমূল কংগ্রেস।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকেই একাধিক পর্যায়ে প্রশিক্ষণ শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মূল বৈঠক হওয়ার কথা শুক্রবার বিকেল সাড়ে চারটেয়। ওইদিন ভারচুয়াল বৈঠকের মাধ্যমে অভিষেক সরাসরি কথা বলবেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে ব্লক স্তরের নেতা-কর্মীদের সঙ্গে। এসআইআরের গুরুত্ব এবং মাঠে কীভাবে কাজ করতে হবে, তা বিস্তারিত বোঝাবেন তিনি নিজে।
বুথ স্তরে পূর্ণ প্রস্তুতি শাসক দলের
শাসক তৃণমূল জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ সংশোধনের জন্য যত বিএলএ-২ প্রয়োজন, সমস্ত বুথেই তাদের প্রতিনিধি প্রস্তুত রয়েছে। দলের বুথ এজেন্টদের সুবিধার্থে নেওয়া হয়েছে আরও কিছু পদক্ষেপ। যাঁরা এতদিন ভোটার তালিকার কাজ দেখেছেন এবং প্রতিটি ভোটারকে ভালোভাবে চেনেন, তাঁরা এবারও বিএলও ও দলের এজেন্টদের সঙ্গে থাকবেন। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হলেও, কিছু জায়গায় যোগ্যতার ভিত্তিতে সামান্য রদবদল করা হয়েছে।
দলীয় মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভোটার তালিকা ঠিক রাখতে তৃণমূল চাইছে একটিও বৈধ নাম যেন বাদ না যায়।
আরো পড়ুন: অজিদের বিরুদ্ধে আজ অঘটনের খোঁজে টিম ইন্ডিয়া
অভিষেকের নজরদারিতে প্রস্তুতি বৈঠক
সূত্রের খবর, আজ দফায় দফায় বিএলএ-দের প্রশিক্ষণ চলবে, যার নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। শুক্রবারের ভারচুয়াল বৈঠকে ৬ হাজারেরও বেশি নেতা-কর্মী, সাংসদ, বিধায়ক ও মন্ত্রী অংশ নেবেন বলে জানা গেছে। সেখানে বুথ এজেন্টদের ভূমিকা, দায়িত্ব ও করণীয় বিষয় স্পষ্ট করে জানানো হবে।
তৃণমূলের দাবি, এসআইআর প্রক্রিয়ার মূল লক্ষ্যই হল একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। সেই লক্ষ্য পূরণে দল সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বলেই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।



