ভুটান থেকে ফিরেই হাসপাতালে মোদি, দিল্লি বিস্ফোরণে আহতদের খোঁজ নিলেন নিজে

pm modi

pm modi

ভুটান সফর শেষে দেশে ফিরেই মানবিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সন্ধেয় দিল্লিতে পৌঁছেই তিনি সরাসরি চলে যান লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে, যেখানে দিল্লি বিস্ফোরণে আহত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যেকের সঙ্গেই আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের কাছ থেকেও বিস্তারিত খোঁজ নেন আহতদের শারীরিক অবস্থার বিষয়ে। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ যত্ন নেওয়ার নির্দেশ দেন।

বিস্ফোরণে মৃত অন্তত ১৩ জন, সন্দেহ জঙ্গি হামলার দিকে

গত সোমবারের ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। যদিও ঘটনাটিকে এখনই জঙ্গি হামলা হিসেবে ঘোষণা করা হয়নি, তদন্তের অগ্রগতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সেই দিকেই। ভুটান সফরেই প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন, “এই ষড়যন্ত্রে যারা যুক্ত, কাউকেই রেহাই দেওয়া হবে না।” সূত্রের খবর, হামলার নেপথ্যে থাকতে পারে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তবে এখনো পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আরো পড়ুন: ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে? আর্জেন্টাইন তারকার মুখে ফের চাঞ্চল্যকর মন্তব্য

ঘাতক গাড়ি ঘিরে তদন্তে নয়া মোড়

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, বিস্ফোরণের আগে সুনহেরি মসজিদের পার্কিং লটে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল একটি সাদা রঙের গাড়ি। সেই গাড়ির সূত্র ধরেই আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে। তদন্তে উঠে এসেছে, ২০১৪ সালের মার্চ মাসে প্রথম বিক্রি হয়েছিল গাড়িটি। মালিকানা কয়েক দফা বদল হলেও কোনও আনুষ্ঠানিক নথি বদল হয়নি। বর্তমানে গাড়িটি তারিক নামে এক ব্যক্তির নামে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে। ফরিদাবাদের এক গাড়ি বিক্রেতা নাদিম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাঁর জেরাতেই উঠে এসেছে তারিকের নাম।

মানবিক উদ্যোগে প্রধানমন্ত্রী

ভুটান সফর শেষে সরাসরি হাসপাতালে পৌঁছে আহতদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, তা নিঃসন্দেহে দেশবাসীর মন ছুঁয়েছে। একদিকে যখন গোটা তদন্ত চলছে পূর্ণোদ্যমে, অন্যদিকে আহতদের খোঁজ নিয়ে মানবিক মুখ দেখালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *