লিওনেল মেসি কি শেষবারের মতো আর একবার বিশ্বমঞ্চে নামবেন? ২০২৬ বিশ্বকাপের আগে এই প্রশ্নটাই এখন ফুটবলপ্রেমীদের মনে ঘুরছে বারবার। যদিও মেসির মুখে শোনা গেল একদিকে উত্তেজনা, অন্যদিকে সতর্কতা। তিনি সোজাসাপটা বলছেন, “আমি দলের উপর বোঝা হতে চাই না। যদি মনে হয় যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।”
১৯২টি আন্তর্জাতিক ম্যাচে ১১২টি গোল তার সঙ্গে কোপা আমেরিকা, সোনার বল, আর সর্বোপরি বিশ্বকাপ ট্রফি। মেসির ঝুলিতে সাফল্যের যেন শেষ নেই। কিন্তু এই অর্জনই যেন তাঁর কাঁধে আরও দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। তাই তিনি বলছেন, “দেশের হয়ে খেলাটা সবসময়ই স্পেশ্যাল, বিশেষ করে যখন বিশ্বকাপ জয় করে ফেলেছি। কিন্তু যদি মনে হয়, দলকে আর সাহায্য করতে পারছি না, তাহলে খেলব না।”
আরো পড়ুন: ভারতের বিরুদ্ধে ব্যর্থতার পর মুখ খুললেন হ্যারিস রউফ
গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন মেসি। সেই ম্যাচে স্টেডিয়াম ভরেছিল দর্শকে, উপস্থিত ছিল তাঁর সন্তানরাও। খেলা শুরুর আগেই চোখে জল আসে এই বিশ্বজয়ীর। ম্যাচ শেষে তিনি জানান, বয়স এখন একটা বড় ফ্যাক্টর। তাই আপাতত তিনি “প্রতিটি ম্যাচ ধরে এগোতে” চান।
এবারও একই সুরে মেসি বলেন, “আমি জানি বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। আমি খেলার জন্য উত্তেজিত, কিন্তু এখনই ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না। ধীরে ধীরে এগোতে চাই।”
এখন প্রশ্ন একটাই মেসিকে কি আমরা ২০২৬ বিশ্বকাপে আবার দেখতে পাব? নাকি ফুটবলপ্রেমীরা বঞ্চিত হবে সেই বাঁ-পায়ের জাদু থেকে? আপাতত সবটাই নির্ভর করছে সময় আর মেসির ফিটনেসের উপর।



