ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে একেবারে বেহাল পারফরম্যান্স। আর সেই কারণেই প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ। তবে এবার মুখ খুললেন তিনি নিজেই। জানালেন, একটা খারাপ ম্যাচ মানেই খেলোয়াড়কে দোষারোপ করা উচিত নয়, কারণ তারাও মানুষ রোবট নয়।
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচেই হেরেছিল পাকিস্তান। আর প্রতিবারই সবচেয়ে ব্যর্থ বোলার হিসেবে নজরে এসেছিলেন রউফ। নিজের দেশেই তাঁকে কাঠগড়ায় তুলেছিল সমর্থকেরা। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দুর্দান্ত কামব্যাক করলেন তিনি নিলেন চার উইকেট। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সেই সমালোচনারই জবাব দিলেন এই পেসার।
রউফ স্পষ্ট ভাষায় বলেন, “একটা খারাপ দিন গেলেই সবাই ভুলে যায় যে আমরা মানুষ। সবাই ভাবে আমরা যেন রোবটের মতো নিখুঁত খেলব। কিন্তু আমাদেরও একটা খারাপ দিন যেতে পারে।” তিনি আরও যোগ করেন, “আমি ভেঙে পড়ি না। বরং পরের দিন আরও ভালো করার চেষ্টা করি। আসল বিষয়টা হলো হাল না ছাড়া। একটা খারাপ দিনের জন্য কেউ শেষ হয়ে যায় না।”
আরো পড়ুন: চিনে ভিসা না পেয়ে বিপাকে ভারতের টেনিস তারকা সুমিত নাগাল
সমর্থকদের উদ্দেশে রউফ বলেন, “আপনি হয়তো ১০টা ম্যাচে ভালো খেলেছেন, কিন্তু একটা ম্যাচ খারাপ গেলেই সবাই সেটা মনে রাখে। অথচ যারা সমালোচনা করে, তারা ভুলে যায় সেই ভালো ম্যাচগুলোর কথা।” তাঁর কথায়, খেলোয়াড়দের ওপর ভরসা রাখাই উচিত, কারণ তারাই দেশের জয়ের জন্য লড়ে যান মাঠে।
৩২ বছরের এই ফাস্ট বোলার এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটেই খেলেন। টেস্ট ম্যাচে এখনও দেখা যায়নি তাঁকে। সমালোচকেরা বলেন, দীর্ঘ স্পেল করার ক্ষমতা তাঁর নেই। তবে রউফের মতে, তিনি টেস্ট খেলতেও প্রস্তুত। “আমি টেস্ট খেলতে চাই, কিন্তু কেউ যদি আমাকে আগে থেকে জানায়, তাহলে আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারি,” মন্তব্য করেন পাক পেসার।
নিজের পারফরম্যান্স নিয়ে চাপ না নিয়ে বরং আরও দৃঢ়ভাবে মাঠে ফেরার বার্তা দিলেন হ্যারিস রউফ। সমালোচনার মাঝেও তাঁর আত্মবিশ্বাসই এখন পাকিস্তান দলের ভরসা।



