সোমবার উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঘোষণায় উৎসবের হাওয়া বইছে রাজ্যের ক্রীড়া মহলে। উত্তরবঙ্গের কন্যা, বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামে তৈরি হবে নতুন এক আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এমনই চমকপ্রদ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
শিলিগুড়ির উত্তরকন্যা প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে তৈরি হবে এই নতুন স্টেডিয়াম। রাজ্য সরকারের তত্ত্বাবধানে হবে সমস্ত কাজ। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে গর্বিত ও আনন্দিত সমগ্র উত্তরবঙ্গ, বিশেষ করে ক্রীড়া মহল।
রিচা ঘোষ, যিনি ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য, সম্প্রতি ইতিহাস সৃষ্টি করেছেন। ২ নভেম্বর নভি মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে জয় লাভ করে ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে এনেছে। সেই ঐতিহাসিক জয়ের অন্যতম নায়িকা রিচা। তাঁর কিপিং ও ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। ফলে বাংলার জন্য গর্বের মুহূর্ত আরও গভীর হয়েছে।
ইতিমধ্যেই রাজ্য সরকার তাঁকে সম্মান জানিয়েছে ‘রিচা-বরণ’ অনুষ্ঠানের মাধ্যমে। গত শনিবার ইডেন গার্ডেন্সে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে রিচাকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছেন। পাশাপাশি তাঁকে রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগপত্রও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরো পড়ুন: গৌতম গম্ভীরের কড়া বার্তা: তিন মাসের মধ্যেই তৈরি হবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
এবার সেই সম্মানের পালকে আরও এক বড় সংযোজন রিচার নামে স্টেডিয়াম। শিলিগুড়ির সিটি সেন্টারের কাছে চাঁদমনি টাউনশিপ এলাকায় হবে এই আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। রাজ্য সরকারের মতে, এই স্টেডিয়াম কেবল রিচার সাফল্যের স্মারকই হবে না, বরং উত্তরবঙ্গের নতুন প্রজন্মের ক্রিকেট প্রতিভা বিকাশেরও কেন্দ্র হয়ে উঠবে।
ওয়াকিবহাল মহলের দাবি, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা করবে। আর রাজ্যের মানুষ বলছেন, “রিচার সাফল্য এখন সত্যিই বাংলার গর্ব।”



