সুপার কাপের নকআউট সূচি ঘোষণা, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ফাইনাল যুদ্ধ

Super Cup 2025

Super Cup 2025

ডিসেম্বরের শুরুতেই জমে উঠতে চলেছে ভারতীয় ফুটবলের অন্যতম মরসুমের সেরা টুর্নামেন্ট সুপার কাপ। শুক্রবার নকআউট পর্বের সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)।

ঘোষিত সূচি অনুযায়ী, দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর, আর ফাইনাল হবে ৭ ডিসেম্বর। তবে এখনও পর্যন্ত কোথায় এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি প্রথম সেমিফাইনালে চরম উত্তেজনা

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতার গর্ব ইস্টবেঙ্গল এফসি এবং প্রথমবারের মতো শেষ চারে উঠতে পারা পঞ্জাব এফসি। দুই দলই নিজেদের গ্রুপে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
ইস্টবেঙ্গল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে গোল পার্থক্যে পিছনে ফেলে গ্রুপের শীর্ষে শেষ করেছে।

ডার্বির উত্তেজনাপূর্ণ লড়াইয়ে গোলশূন্য ড্রয়ের পর ইস্টবেঙ্গল নিশ্চিত করে নেয় শেষ চারে জায়গা। অন্যদিকে, পঞ্জাব এফসি তাদের গ্রুপে বেঙ্গালুরু এফসি-র সঙ্গে সমান পয়েন্ট ও পরিসংখ্যান অর্জন করেছিল। ফলে ম্যাচের সিদ্ধান্ত গড়ায় পেনাল্টি শুটআউটে। পঞ্জাবের গোলরক্ষক মুহিত খান অসাধারণ সেভ করে নায়ক হয়ে ওঠেন, আর তাঁর দলকে গ্রুপ চ্যাম্পিয়ন করে তোলেন।

আরো পড়ুন: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট

দ্বিতীয় সেমিফাইনালে গোয়া বনাম মুম্বই অভিজ্ঞতা বনাম ভাগ্য

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন এফসি গোয়া এবং শক্তিশালী মুম্বই সিটি এফসি। যদিও গোয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড-এর কাছে পরাজিত হয়েছিল, কিন্তু প্রথম দুই ম্যাচে জেতার সুবাদে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে নেয় তারা।

অন্যদিকে, মুম্বইকে সেমিফাইনালে উঠতে কিছুটা ভাগ্যের উপর ভরসা রাখতে হয়েছে। রাজস্থান ইউনাইটেড-এর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর, কেরল ব্লাস্টার্স-এর শেষ মুহূর্তের আত্মঘাতী গোলই মুম্বইকে শেষ চারে তুলে দেয়।

ডিসেম্বর চূড়ান্ত লড়াই

দুই সেমিফাইনালের জয়ী দল মুখোমুখি হবে ৭ ডিসেম্বরের ফাইনালে। এখন দেখার, কে জয় ছিনিয়ে নিয়ে সুপার কাপের ট্রফি হাতে তুলবে ইস্টবেঙ্গল না গোয়া, নাকি নতুন ইতিহাস লিখবে পঞ্জাব বা মুম্বই! ফুটবলপ্রেমীরা এখন দিন গুনছে ডিসেম্বরের শুরু পর্যন্ত, যখন শুরু হবে মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *