যুবরাজের শিক্ষা, অভিষেকের নিষ্ঠা এই জুটিই এখন ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের সাফল্যের মন্ত্র

Yuvraj Singh

Yuvraj Singh

ভারতীয় ক্রিকেটে এক নতুন তারকার উত্থান নিয়ে আজ সবাই কথা বলছে। টি-টোয়েন্টি দলে অভিষেক শর্মা এখন একেবারে আলোচনার কেন্দ্রে। কিন্তু এই সাফল্যের পেছনে আছেন এক মহান গুরু প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার যুবরাজ সিং।

অভিষেক প্রায়ই বলেন, তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন যুবরাজ। ২০১১ সালের বিশ্বকাপের সেই ম্যান অফ দ্য টুর্নামেন্টই নাকি তাঁকে নতুন করে চিনিয়েছেন ক্রিকেট নামের যুদ্ধের সঙ্গে। এবার সেই যুবরাজই জানালেন, কীভাবে অভিষেককে প্রশিক্ষণ দিতে গিয়েই তিনি নিজেও কোচিংয়ের খুঁটিনাটি বুঝে ফেলেছেন।

“অভিষেকের সাফল্য একদিনে আসেনি” যুবরাজের অকপট স্বীকারোক্তি

অজি সফরের মাঝেই অভিষেকের নাম উচ্চারণ করলেন তাঁর গুরু। যুবরাজ বলেন, “গত এক বছরে অভিষেককে দেখে অনেকেই অবাক হচ্ছে। কিন্তু তার নেপথ্যে বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম আছে। চার-পাঁচ বছর ধরে ও নিজের ব্যাটিং নিয়ে খাটছে। মানুষ এখন শুধু সাম্প্রতিক পারফরম্যান্স দেখছে, কিন্তু ভিতের কাজটা অনেক আগেই শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি তখনও খেলা চালিয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে অভিষেক আর শুভমান গিলের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতাম। ওদের শেখাতে গিয়েই বুঝেছি, আসলে কোচিং কাকে বলে। কীভাবে একজন উঠতি প্রতিভাকে গড়ে তুলতে হয়।”

অভিষেকের সাফল্যে যুবরাজের অমূল্য ছোঁয়া

যুবরাজের মতে, অভিষেকের মধ্যে এখন যে ওয়ার্ক এথিক দেখা যাচ্ছে, সেটা কোনও কয়েক মাসের ফল নয় বরং গত পাঁচ-ছ’বছরের অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি নিজের অভিজ্ঞতা ও শৃঙ্খলা দিয়ে অভিষেকের জীবনকে গড়ে তুলেছেন।

আরো পড়ুন: হরমনপ্রীতের হাত ধরে ইতিহাস গড়ল ভারত, বদলে গেল মহিলা ক্রিকেটের ভাগ্য

অভিষেকের বাবা রাজকুমার শর্মাও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছেলের সাফল্যের বড় অংশীদার যুবরাজ সিং। আইপিএলে তাঁর দুরন্ত ব্যাটিং প্রমাণ করেছে, যুবরাজের শিক্ষা ও নিজের একাগ্রতায় কীভাবে এক তরুণ ক্রিকেটার আজ ভারতের অন্যতম বড় তারকায় পরিণত হয়েছে।

যুবরাজ যেমন একসময় প্রতিপক্ষ বোলারদের কাঁপিয়ে দিতেন, তেমনই এখন তাঁর শিষ্য অভিষেকও প্রতিটি ইনিংসে জ্বলে উঠছেন গুরুর ছায়া যেন স্পষ্ট তাঁর প্রতিটি শটে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *