দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ, আবারও উপেক্ষিত মহম্মদ শামি

মহম্মদ শামি

মহম্মদ শামি

রনজিতে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও জাতীয় নির্বাচকদের নজরে এলেন না মহম্মদ শামি। বুধবার ঘোষণা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের ভারতীয় দল, আর সেখানে জায়গা মেলেনি এই অভিজ্ঞ পেসারের।

একইভাবে বাদ পড়েছেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণও। তবে সুখবর, চোট সারিয়ে দলে ফিরলেন ঋষভ পন্থ এবং পেসার আকাশ দীপ।

পন্থের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা ছিল মাত্র

ইংল্যান্ড সফরে ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় ৯৫ দিন বাদে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১৭ রান করলেও, দ্বিতীয় ইনিংসে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে সামলাতে খেলেছিলেন ৯০ রানের ইনিংস। সেই পারফরম্যান্সেই বোঝা গিয়েছিল, পুরোদমে ফিট তিনি। তাই তাঁর জাতীয় দলে ফেরা সময়ের অপেক্ষা ছিল মাত্র। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেই ফিরলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

শামিকে নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচকদের সিদ্ধান্তে

শামির বাদ পড়া নিয়েও শুরু হয়েছে আলোচনা। রনজিতে চোট সারিয়ে ফিরে প্রথম দুই ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়েছিলেন ৩৫ বছরের এই অভিজ্ঞ পেসার। ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে উইকেট না পেলেও, ফিটনেসে কোনও ঘাটতি নেই – ওভার পর ওভার বল করছেন তিনি। তবুও নির্বাচকদের বিবেচনায় এলেন না।

অনেকেই মনে করছেন, ত্রিপুরা ম্যাচে একটু ভালো পারফরম্যান্স করলেই হয়তো আবার ভারতীয় দলে দেখা যেত তাঁকে। এখন প্রশ্ন উঠছে, ফিট শামিকে কেন উপেক্ষা করা হচ্ছে?

আরো পড়ুন: মাদকাসক্তির স্বীকারোক্তিতে শেষ হল শন উইলিয়ামসের আন্তর্জাতিক ক্যারিয়ার

অভিমন্যু, সরফরাজরাও ব্রাত্য

অন্যদিকে, বাংলার অভিমন্যু ঈশ্বরণও নির্বাচকদের আস্থার জায়গা হারাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। ওপেনিংয়ে ইতিমধ্যেই রয়েছেন শুভমন গিল, কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল তাই তৃতীয় ওপেনারের জায়গা থাকছে না। একইভাবে মিডল অর্ডারে দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হয়েছে, বাদ পড়েছেন সরফরাজ খান।

ভারতীয় দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর ইডেন গার্ডেন্সে, আর দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর গুয়াহাটিতে।

ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *