বিশ্বজয়ের স্মৃতি শরীরে গাঁথলেন হরমনপ্রীত, নতুন ট্যাটুতে উচ্ছ্বসিত গোটা দেশ

harmampreet kaur world cup 2025 tattoo

harmampreet kaur world cup 2025 tattoo

দোসরা নভেম্বর দিনটা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে ভারতীয় মহিলাদের ক্রিকেটের জন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫২ রানের দুর্দান্ত জয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ‘উইমেন ইন ব্লু’। আর সেই ঐতিহাসিক মুহূর্তকে আজীবন নিজের সঙ্গে রাখার অঙ্গীকার করলেন দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। হাতে করালেন এক বিশেষ ট্যাটু, যা এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।

৩৬ বছরের হরমনপ্রীত নিজেই সোশ্যাল মিডিয়ায় ট্যাটুর ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিশ্বকাপ ট্রফির নকশা, সঙ্গে খোদাই করা রয়েছে ‘২০২৫’ এবং ‘৫২’ ভারতের জয়ের বছর এবং জয় ব্যবধানের সংখ্যা। ক্যাপশনও ছিল যথেষ্ট আবেগঘন “আমার শরীরে এবং হৃদয়ে চিরকাল গাঁথা থাকবে। প্রথম দিন থেকেই তোমার জন্য অপেক্ষা করেছি। এবার থেকে প্রতিদিন সকালে তোমাকে দেখব এবং কৃতজ্ঞ থাকব।”

বিশ্বজয়ের তিন দিন পরই এই ট্যাটু করান তিনি। হরমনের এই আবেগমাখা পদক্ষেপে উচ্ছ্বসিত ভক্তরা। দেশের কোণে কোণে এখনো চলছে উল্লাস, কারণ এই জয় শুধু একটি ট্রফি নয় এটি ভারতীয় মহিলা ক্রিকেটের আত্মবিশ্বাসের প্রতীক।

আরো পড়ুন: ফয়সালাবাদে রোমাঞ্চের জয়! অধিনায়ক শাহিনের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত সূচনা পাকিস্তানের

এর আগে ২০১৭ ও ২০২৩ সালে ফাইনালের দোরগোড়ায় পৌঁছে হারের যন্ত্রণা ভুলতে পারেননি মেয়েরা। তাই এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল জয়ের পর চোখের জল আটকাতে পারেননি কেউ। মাঠ থেকে ড্রেসিংরুম সর্বত্রই ছিল উচ্ছ্বাস, কান্না, আর গর্বের মিশেল।

নারী দিবসে উন্মোচিত হবে হরমনের মোমের মূর্তি

এই ঐতিহাসিক জয়ের সম্মানে আগামী বছর নারী দিবসের দিন জয়পুরের ঐতিহাসিক নাহারগড় ফোর্টের মিউজিয়ামে উন্মোচিত হতে চলেছে হরমনপ্রীতের মোমের মূর্তি। মিউজিয়ামের প্রতিষ্ঠাতা অনুপ শ্রীবাস্তব জানিয়েছেন, শুধুমাত্র বিশ্বকাপ জয় নয়, হরমনের সাহস, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবেই এই মূর্তি স্থাপন করা হচ্ছে।

দলের সহ-খেলোয়াড়রা যেমন তাঁকে ‘হ্যারি’ নামে চেনেন, তেমনই এখন গোটা দেশ তাঁকে চেনে নেতৃত্ব, লড়াই আর প্রেরণার প্রতীক হিসেবে। হরমনপ্রীতের ট্যাটু তাই শুধু এক শরীরের অলঙ্কার নয় এটি ভারতীয় ক্রিকেটের গৌরবের স্থায়ী ছাপ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *